• ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা সফর, ১৪৪৭ হিজরি

কাজীটুলা মসজিদে জুমার নামাজ আদায় দেশ নিয়ে এখনো ষড়যন্ত্র থামেনি: আরিফুল হক

admin
প্রকাশিত জুলাই ২৫, ২০২৫
কাজীটুলা মসজিদে জুমার নামাজ আদায় দেশ নিয়ে এখনো ষড়যন্ত্র থামেনি: আরিফুল হক

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট -১ আসনের প্রার্থী হিসেবে এবার নগরীর কাজীটুলা এলাকায় নির্বাচনী প্রচার চালালেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। কাজীটুলা জামে মসজিদে নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন আরিফুল হক।

এ সময় তিনি সবার কাছে দেশের শান্তুি, নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই দেশ নিয়ে ষড়যন্ত্র এখনো থামেনি। সবাইকে দেশের এই কঠিন সময়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি যথাসময়ে নির্বাচন দিতে অন্তর্বতী সরকারের কাছে জোর দাবি জানান।

তিনি মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, আপনারা জানেন আমি বিগত ১০ বছর নগর ভবনের দায়িত্বে ছিলাম। এর আগে আমি সিটি কর্পোরেশনের কাউন্সিলর ছিলাম। এজন্য আপনারাই ছিলেন আমার মুল শক্তি। তাই আমি আপনাদের সবার মতামত নিয়েই আগামী নির্বাচনে প্রার্থী হতে চাই। কারন আপনাদের শক্তি আমার এগিয়ে যাওয়ার প্রেরণা। এর আগে তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া চান।

এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজের প্রার্থী হওয়ার বিষয়টি খোলাসা করে বলেন, আমি নির্বাচনে প্রার্থী হওয়ার আগে আপনাদের (নগরবাসী) মতামত নিচ্ছি। যারা আমার মুরব্বী তাদের ইজাজত নিচ্ছি। আমার দাবি পিছিয়ে পড়া সিলেটের উন্নয়ন তরান্বীত করা। এই মুহূর্তে সিলেট এক আসনে যাকে বেশী প্রয়োজন তিনি হলেন দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান।তিনি যদি প্রার্থী হন তাহলে সিলেটের চেহারা পাল্টে যাবে। আমার বিশ্বাস তিনি আসবেন।আমার বিশ্বাস তিঁনি যদি দায়িত্ব নেন তাহলে সিলেটের ১৯ আসন হবে বিএনপির। আর যদি কোন কারনে তিনি এখানে প্রার্থী না হন। তাহলে আমি সিলেট-১ আসনে প্রার্থী হতে চাই। এই উদ্দেশ্যে আমি আমার নগরবাসী এবং মুরব্বীদের কাছ থেকে পরামর্শ নিচ্ছি। সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম সাইফুর রহমান এর সাথে থাকার সুবাদে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার সুযোগ হয়েছে। যখন বিগত সরকারের সময়ে গুম, খুন ও গ্রেফতারের কারণে সবাই ছিলেন আতঙ্কিত। তখন এই সিলেটের নাগরিকরাই, আমার পাশে দাঁড়েিয় নির্বাচনে জয়ী করেছিল। তাই সবার আগে আমি আমার নাগরিকদের পরামর্শকে গুরুত্ব দেই।দল কাউকে এখনো কোন এলাকার জন্য নির্ধারিত করেনি তাই দল যাকে বিবেচনা করবে আমরা ঐক্যবদ্ধভাবে তার জন্য কাজ করব। আমি জনগণের মেন্ডেট নিতে এসেছি জনগণ যদি আমাকে চায়। তাহলে আমি আমার দাবী আমার দলের কাছে পেশ করব। তখন দল সিদ্ধান্ত নিবে কে কোন আসনে নির্বাচন করবে। তবে সিলেট নগরীর বাইরে কোথাও নির্বাচনের চিন্তা আমার নেই। কেননা এই নগরেই আমার সব। আপনার আমার জন্য দোয়া করবেন। মেয়র না সংসদ সদস্য পদে নির্বাচন করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যখন যেটা সামনে পড়বে সে অনুযায়ী দলের সিদ্ধান্ত নিয়েই করব।

এসময় উপস্থিত ছিলেন কাজীটুলা জামে মসজিদের সেক্রেটারি কামরান আহমদ কামাল সাবেক কাউন্সিলর দিলওয়ার হোসেন সজিব, মসজিদ কমিটির সদস্য শামসুল আলম, হুমায়ুন বকত কাইয়ুম, মোহাম্মদ চান, মোহাম্মদ শোয়েব, মতিউর রহমান লাবু, নিজাম উদ্দিন স্যার, মহানগর যুবদল নেতা মনোয়ার বকত শাকিল, মনতাজ হোসেন মুন্না, মোহাম্মদ মিনহাজ প্রমুখ।