
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও সাধারণ সম্পাদক সিলেট রোটায়ান সিপি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট আত্মমানবতার সেবায় কাজ করছে। এরই ধারাবাহিকতায় ধোপাদীঘির পাড়ে হবে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের বহুস্থল ভবন।
দূর্যোগ মোকাবেলায় ওয়্যারহাউস নিমার্ণে নিজস্ব জমি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। আজ রোববার (২৭ জুলাই) বিকেলে ধোপাদিঘীরপাড়ে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের ২০ শতাংশ জায়গা পরিদর্শন করে সিলেট ইউনিটের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য অধ্যাপক মো: ফরিদ আহমদ, মাহবুব কাদির শাহী, মাহাবুবুল হক চৌধুরী, পারভেজ আহমদ, ফয়সল আহমদ, মো: নুরুল আমিন, জাহেদ তালুকদার, আবু সাঈদ সহ সিলেট যুব রেড ক্রিসেন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।