
ঐতিহাসিক জুলাই গনঅভ্যুত্থানকে ধারণ ও লালন এবং প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘দ্যা রেড জুলাই’ সিলেট বিভাগীয় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি দ্যা রেড জুলাই’র কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শাহরিয়ার রহমান সাদ ও সদস্য সচিব মো.সজিব হোসাইন এই কমিটির অনুমোদন দেন।
কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মহররম ব্যাপারি, সদস্য সচিব মোহাম্মদ জহির খান, মুখ্য সংগঠক আবিদ আহমেদ, সংগঠক পলাশ মাহমুদ ও রবিউল হাসান, মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন মুদ্রা মোহাম্মদ। অন্যান্য সদস্যরা হলেন-এড. ওয়াহিদ মুনীর, তরিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
জানা যায়, আওয়ামী-সন্ত্রাস ও স্বৈরাচারের সূচনালগ্ন থেকে গণহত্যার লাল জুলাই পর্যন্ত যারা শহিদ হয়েছেন, তাদের সকলকে শ্রদ্ধার সঙ্গে স্মরণে রাখতে এই রেড জুলাই টিম গঠন করা হয়েছে। এছাড়া ৩৬ জুলাই পর্যন্ত যারা শহিদ হয়েছেন, আহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন—তাদের তথ্য যাচাই করে সংগ্রহ শুরু করেছে এই টিম।