
রোববার রাতে সিএনজি অটোরিকশাযোগে নগরীর হাওয়াপাড়ার বাসায় ফিরছিলেন ব্যবসায়ী সৌদ গুলজার রুম্মান। হুমায়ুন রশীদ চত্বর থেকে খোজারখলা মারকাজ পয়েন্টে সিএনজিতে ওঠার পর সামন থেকে জেলা পুলিশের একটি ভ্যান এসে ধাক্কা দেয়। এতে তার স্ত্রী ইমা বেগম ও তার সন্তান সিএনজি অটোরিকশা থেকে ছিটকে পড়েন। ঘটনা দেখে স্থানীয় পথচারী লোকজন এসে পুলিশের গাড়ি ভাংচুর করেন। এসময় তারা চালককে মারধর করে গভীর রাত পর্যন্ত আটকে রাখেন। পরে পুলিশ গিয়ে চালককে উদ্ধার করে নিয়ে আসে।
জানা গেছে, রাতে ট্রেন যোগে ঢাকা থেকে ফেরেন রুম্মান। হুমায়ূন রশীদ চত্বরে পৌছার পর সামন থেকে জেলা পুলিশের ভ্যান তাদের সিএনজি অটোরিকশায় আঘাত করে। এতে তারা সকলে ছিটকে পড়েন। গুরুত্বর আহত হন সৌদ গুলজারের স্ত্রী ইমা বেগম ও তার সন্তান। ইমা বেগম বর্তমানে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার পা ভেঙ্গে গেছে বলে রুম্মান জানিয়েছেন। পথচারী লোকজন এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ সময় বিক্ষুব্দ লোকজন এসে পুলিশের গাড়ি ভাংচুর চালায় এবং চালকে আটকে রাখেবলে তিনি জানান।
এব্যপারে জেলা পুলিশ সুপার কার্যালয়ের এসআই মইনুল হোসেন জানান, ঘটনা শোনার পর পরই এসপি স্যারের নির্দেশে আমরা আহত পরিবার ও স্বজনের খবর নেই। পাশাপাশি সবধরনের সহযোগিতার আশ্বাস দেন বলেও তিনি জানান।