নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার শেরপুরের পারকুল গ্রামে রাজনৈতিক সহিংসতার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দেশে চলমান অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে পারকুল গ্রামের তরুণ ছাত্রলীগ নেতা এবং লন্ডন প্রবাসী শাহনেওয়াজ সাজুর পারিবারিক বাড়িতে হামলা চালানো হয়। এই হামলার ফলে বাড়ির জানালা, দরজা ও আসবাবপত্র ভাঙচুর হয় বলে জানা গেছে।
শাহনেওয়াজ সাজু বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন, তবে তার রাজনৈতিক সম্পৃক্ততা দীর্ঘদিনের। তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, নবীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ ছাত্রলীগ নবীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
লন্ডন থেকে এক প্রতিক্রিয়ায় সাজু বলেন,"আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। দেশের ভেতর ও আন্তর্জাতিক পরিমণ্ডলে দলের পক্ষে কাজ করে আসছি। আমার রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ডের কারণেই আমার পরিবারের ওপর এ ধরনের হামলা হয়েছে বলে আমি মনে করি। আমি প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।"
এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। এলাকাবাসীর একাংশ মনে করছেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এ হামলা চালানো হয়েছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302