সিলেট ইসকন মন্দিরে শুরু হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী ঝুলনযাত্রা মহোৎসব। আগামি মঙ্গলবার (৫ আগস্ট) থেকে শুরু হয়ে এই প্রেমময় উৎসব চলবে শনিবার পর্যন্ত। প্রতি বছর শ্রাবণ মাসে শ্রীশ্রী রাধা-মাধবের ঝুলনলীলা স্মরণে এই উৎসব উদযাপন করা হয়। মন্দির প্রাঙ্গণে থাকবে দৃষ্টিনন্দন ঝুলনা, প্রতিদিন চলবে হরিনাম সংকীর্তন, প্রসাদ বিতরণ ও সন্ধ্যাকালীন ভক্তিমূলক অনুষ্ঠান।
এই উৎসবকে ঘিরে ইসকনের অন্যতম দীক্ষাগুরু শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের বিশেষ আহ্বান এসেছে ভক্তদের প্রতি। তিনি বলেন,"ঝুলনযাত্রা উৎসব উপলক্ষে পাঁচ দিনের প্রতিদিনই বিগ্রহগণকে বস্ত্র পরিবর্তন, সুগন্ধি প্রসাদ বিতরণ এবং যথাসম্ভব সংকীর্তন করা উচিত। তুমি যদি পারো, তাহলে একটি সুন্দর সিংহাসন নির্মাণ করে সেটির উপর বিগ্রহগণকে স্থাপন করতে পারো। সংকীর্তনের সময় এই সিংহাসনটিকে আস্তে আস্তে দোলানো যেতে পারে। সেটি খুব ভালো হবে এবং নিঃসন্দেহে বিগ্রহগণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।"
ইসকন সিলেট কর্তৃপক্ষ জানিয়েছেন, অনুষ্ঠান চলাকালীন নিরাপত্তা, প্রসাদ ও সেবার ব্যবস্থা থাকবে। সকল ভক্ত ও দর্শনার্থীদের এই উৎসবে যোগ দেওয়ার আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302