ডেস্ক নিউজ : একজন ব্রহ্মচারীর জীবনে পরিবার থেকে দূরে থাকা নিয়মতান্ত্রিক হলেও হৃদয়ের টানকে অগ্রাহ্য করা কঠিন। সেই প্রেম ও কর্তব্যবোধের অনন্য উদাহরণ হয়ে উঠেছেন ইসকন সিলেট মন্দিরের ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটর, দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী।
মাত্র কয়েক মাস আগে তিনি মাকে হারিয়েছেন। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মায়ের শয্যাপাশে থেকে দিনরাত সেবা ও যত্ন করেছিলেন এই নিষ্ঠাবান ব্রহ্মচারী। আর এখন তাঁর বাবার শরীরেও নেমে এসেছে গভীর সংকট।
গত ৩০ জুলাই, মঙ্গলবার, হঠাৎ করে তাঁর পিতা গুরুতর অসুস্থ হয়ে পড়লে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
সংবাদ পাওয়ার পরপরই দেবর্ষি শ্রীবাস দাস ভারত থেকে ছুটে আসেন। গত দুই দিন ধরে তিনি বাবার শয্যাপাশে থেকে নিরবিচারে শুশ্রূষা করে যাচ্ছেন। ভগবানের দাস হয়েও আজ তিনি শুধুই একজন পুত্র—ভরা চোখে, প্রার্থনাময় হৃদয়ে, সেবার নিঃশব্দ নিবেদন নিয়ে পাশে দাঁড়িয়ে আছেন।
এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন ইসকন সিলেট মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। তিনি দেবর্ষি শ্রীবাস দাসের বাবার আশু সুস্থতার জন্য আন্তরিকভাবে প্রার্থনা করেছেন এবং সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রার্থনায় অংশ নিতে অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, দেবর্ষি শ্রীবাস দাসের ছোট ভাই বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন।
এই মুহূর্তে পরিবারের, ভক্তসমাজের এবং আত্মীয়-স্বজনের হৃদয়ে একটাই আকুতি -"হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, দয়া করে উনার পিতাকে সুস্থ শরীরে আমাদের মাঝে ফিরিয়ে দিন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302