• ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে সফর, ১৪৪৭ হিজরি

গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতি ফিরে পেয়েছে মুক্তির আলো: পারভেজ আহমদ

admin
প্রকাশিত আগস্ট ৬, ২০২৫
গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতি ফিরে পেয়েছে মুক্তির আলো: পারভেজ আহমদ

শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের উদ্যোগের গনঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ যথাযোগ্য মর্যদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ৫ আগস্ট মঙ্গলবার বাদ মাগরিব।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি পারভেজ আহমদ। পরিচালনায় করেন সংগঠনের সাধারণ সম্পাদক তৌকির আহমদ শাওন। দোয়া পরিচালনা করেন শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাদিকুর রহমান

উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের উপদেষ্টা নুরুল আলম, সাব্বির আহমদ, আজমল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফয়জুল ইসলাম, উপদেষ্টা শামিম আহমদ।

পারভেজ আহমদ বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার স্বৈরশাসনে দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব হুমকীর মুখে পতিত হয়েছিল। নাগরিকের মৌলিক অধিকার বলতে কিছুই ছিলনা। গত বছরের সেই সময়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, রাতে বাসায় থাকতে দেয়নি শেখ হাসিনার পেটুয়া বাহিনী। আত্মীয় স্বজনের বাসায় থাকতে হয়েছে আমাকে। আজ এক বাসায় তো কাল অন্য বাসায়। দু:সময়ের অন্ধকার পেরিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে আমরা আলোর সন্ধান পেয়েছি। দীর্ঘ ১৬ বছরের দুঃশাসন, নিপীড়ন ও একনায়কতন্ত্রের অবসান ঘটিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতি ফিরে পেয়েছে মুক্তির আলো।

সংগঠনের সভাপতি পারভেজ আহমদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান অপশাসনের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পক্ষে ছিল। দেশের মানুষ ন্যায় প্রতিষ্ঠার দাবীতে ঐক্যবদ্ধ হয়েছিল। ছাত্র জনতার আন্দোলনের ফলে ফ্যাসিবাদী সরকার পালাতে বাধ্য হয়েছে। এআন্দোলনে বেসরকারি বিশ^দ্যিালয়ের শিক্ষার্থীরাও অগ্রভাগে ছিল। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের লক্ষ্য সাম্য ও ন্যায়ের ভিত্তিতে একটি আদর্শ দেশ গড়ে তোলা। সেটা বাস্তবায়ন করা আমাদের সকলের দায়িত্ব।