সিলেটের বিয়ানীবাজার উপজেলা ১১নং লাউতা ইউনিয়নের পাড়িয়াবহর গ্রামের মনির আলী পুত্র মোঃ আব্দুর রবের বসত বাড়ি থেকে ৩০ ও ৩১ জুলাই স্থানীয় পাড়িয়াবহর গ্রামের মৃত তৈয়বুর রহমান খাঁনের স্থী আলেয়া বেগম (৪৫), এর হুকুমে মিজানুর রহমান (২৭), সাইদুর রহমান খাঁন (২৫), সীমা আক্তার (২৩), মাহিদুল ইসলাম খাঁন (২১), হামিদুল ইসলাম খাঁন (১৯) অজ্ঞাতনামা নামা৩/৪ জন, দেশীয় অস্ত্রশস্ত্র দা,কুড়াল নিয়া পাড়িয়াবহর মৌজার মোঃ আব্দুর রব এর মালিকানাধীন এসএ খতিয়ান নং ৬২৮, এসএ দাগ নং ১৫৭৯ এর ভুমি থেকে অনুমতি ব্যতিত গাছগাছালি কাটিয়া নিয়ে যায়। যার মুল্য অনুমান ৩৫ হাজার টাকা। এবিষয় মোঃ আব্দুর রব ও তার পিতা মনির আলী স্থানীয়ভাবে বিচার প্রার্থী হলে স্থানীয় মুরব্বি ইবাদুর রহমান খান কালাম মিয়া বিষয়টি দেখে দিবেন বলে জানান। এতে আরো ক্ষিপ্ত হয়ে উঠে আলেয়া বেগমগণ তৎপর মিজানুর রহমান, সাইদুর রহমান খান, সীমা আক্তার খান, মাহিদুল ইসলাম খান, হামিদুল ইসলাম খান, সহ অজ্ঞাতনামা ৩/৪ জন একত্রিত হয়ে গত ২ আগষ্ট বিকাল ৪ ঘটিকার সময় মোঃ আব্দুর ররের পিতা মনির আলী ও মোঃআব্দুর রব সৎ মাতা আমিলা বেগম দ্বয়কে বসতঘর দখল করে নেওয়া সহ বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়া এলাকা থেকে বাহির করার হুমকি দেয়। মোঃ আব্দুর রব স্থানীয় মুরুব্বিয়ানদের অবহিত করেন, কিন্তু উক্ত ঘটনাকে কেন্দ্র করে আলেয়া বেগম গণরা যেকোন সময় বড়ধরণের ক্ষতি সাধন করিতে পারে মর্মে আইনগত ব্যবস্থা গ্রহনের স্বার্থে মোঃ আব্দুর রব গত ০৩ আগষ্ট বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ বরাবরের লিখিত অভিযোগ দাখিল করার সংবাদ সাইদুর রহমান খান, হামিদুল ইসলাম খান, মাহিদুল ইসলাম খান অজ্ঞাতনামা মুখোশধারী ৩-৪ জন গত ৪ আগষ্ট সকাল ১০ ঘটিকার সময় মোঃ আব্দুর রবকে রাস্তায় একা পেয়ে প্রাণের হত্যার লক্ষ্য ঘেরাও এতে মোঃ আব্দুর রব দৌড়াইয়া প্রাণ রক্ষা করেন। এতে তারা হুংকার দিয়ে বলে যে মোঃ আব্দুর রব এর পিতা মাতা গুম বা প্রাণে হত্যা করে সোনাই নদীতে ফেলে দেবে। মোঃ আব্দুর রব তার এবং তার পরিবারের নিরাপত্তার স্বার্থে ০৪ আগষ্ট পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবরে দরখাস্ত করেন |
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302