
সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (৮ আগষ্ট ২০২৫) সন্ধ্যা ৭.০০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে আগামী ১৩ আগষ্ট বুধবার বেলা ১০.০০ ঘটিকা হতে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রবেশ মুখে ৩ ঘন্টা অবস্থান কর্মসূচী সফলে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের মতামতের পরিপ্রেক্ষিতে আগামী ১০ আগষ্ট রবিবার বিকাল ৫.০০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট মহানগরীর নারী সংগঠকদের সাথে মতবিনিময় সভা, ১১ আগষ্ট সোমবার বিকাল ৫.০০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে নগরীর বিভিন্ন জামে মসজিদের ইমামদের সাথে মতবিনিময় সভা এবং সন্ধ্যা ৭.১৫ ঘটিকায় সংস্থাগুলোর সকল নেতৃবৃন্দ ও সদস্যদের নিয়ে ১ ঘন্টার বিশেষ প্রস্তুতি সভা, ১২ আগষ্ট মঙ্গলবার সকাল ৯.০০ ঘটিকা হতে বিকাল ৬.০০ ঘটিকা পর্যন্ত সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডে মাইকিং, লিফলেট বিতরণ ও পথসভার উদ্যোগ গ্রহণ করা হয়।
সভায় বক্তারা বলেন, নাটক ও আইওয়াশ বিহীন ফুটপাত ও রাস্তা স্থায়ীভাবে দখলমুক্ত দেখতে চাই আমরা সিলেট মহানগরবাসী। ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার এবারের আন্দোলনের মাধ্যমে প্রমাণ হবে, সিলেট মহানগরীতে বসবাস করে কাঁরা আধ্যাত্মিক পর্যটন নগরী সিলেটকে প্রকৃতভাবে ভালোবাসেন? কাঁরা সিলেটের সৌন্দর্য ও পরিচ্ছন্নতায় বিশ্বাসী? বক্তারা আরো বলেন, সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি রাজপথে থাকবো রাজপথ ছাড়বোনা ইনশাআল্লাহ।
সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাবের পরিচালনায় সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন বাংলাদেশী প্রবাসী কমিউনিটি নেতা ও সিলেটী সচেতন নাগরিক সমাজের সভাপতি মোঃ আমিনুল ইসলাম ডিনেস, সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক বিজিত চন্দ, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ সহিদ চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সহ-শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোঃ আব্দুল আলী, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি কামাল আহমদ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুর হোসেন, অর্থ সম্পাদক পিযোষ মোদক, সহ-ধর্ম সম্পাদক মোঃ তাজউদ্দিন, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক মোঃ পিকুল হোসেন, সদস্য মোঃ জুয়েল মিয়া, সিলেট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, সাংগঠনিক নেতৃবৃন্দদের মধ্য থেকে মোঃ রমজান আহমদ শাকিল, সৈয়দ রাসেল, মাহবুবুর রহমান মেহরাব, নীলমনি কান্ত চন্দ, কবি ও সাহিত্যিক মকসুদ আহমদ লাল, হুমায়ুন কবির ও এম. সাঈদ আদনান সরদার মিহাদ।