বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার অন্যতম নেতা হিলুয়াছড়া চা বাগানের শ্রমিক শিপন পাল এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও বাংলাদেশ চা শ্রমিক সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার (১১ আগস্ট) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা উজ্জ্বল রায়, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের জেলা আহ্বায়ক বীরেন সিং এক যুক্ত বিবৃতিতে, শিপন পাল এর মৃত্যু চা শ্রমিকদের অধিকার আদায় তথ্য শ্রমজীবী মানুষের মুক্তির সংগ্রামে অপূরণীয় ক্ষতি। বিবৃতিতে নেতৃবৃন্দ, শিপন পাল পরিবার, স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য গতকাল ১০আগস্ট রবিবার কাজলশাহ এলাকায় ইলেকট্রিক কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট শিপন পাল এর মৃত্যু হয়।
এদিকে অদ্য ১১আগস্ট শিপন পাল এর মরদেহে সিলেট জেলা বাসদ ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302