চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা ও করিডোর দেওয়ার অপতৎপরতা বন্ধ কর, আইএলও কনভেনশনের সাথে সামঞ্জস্যপূর্ণ গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন কর,স্হায়ী কাজে অস্হায়ী ও আউটসোর্সিং নিয়োগ বাতিল, জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা করুন, বন্ধ কলকারখানা চালুসহ স্কপের ৯দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ১৩ আগস্ট বুধবার বিকাল ৫টায় কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে ।
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ সিলেট জেলা আহ্বায়ক সুরমান আলী ও সদস্য সচিব আবু জাফর অদ্য ১২ আগস্ট মঙ্গলবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে আগামীকাল বুধবার কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য স্কপ এর অন্তর্ভুক্ত শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের শ্রমিক কর্মচারীদের উপস্থিত থাকার আহ্বান জানান।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302