সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) এলাকা খনিজ সম্পদে ভরপুর এবং প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যে অনন্য। এই অঞ্চল দেশ-বিদেশের পর্যটকদের কাছে সুপরিচিত। সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে এ অঞ্চলের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন সিলেট বারের সিনিয়র আইনজীবী ও জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত সিলেট-৪ আসনের খেজুরগাছ প্রতীকের প্রার্থী এডভোকেট মুহাম্মদ আলী।
সোমবার (১১ আগস্ট) গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের উদ্যোগে স্থানীয় মাতুরতল বাজারে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন।
“আমাদের এলাকায় ধর্মপ্রাণ মানুষের সংখ্যা বেশি। অতীতে দীর্ঘদিন বহিরাগতরা এই অঞ্চলের প্রতিনিধিত্ব করেছে, যারা মানুষের চিন্তা-চেতনা ও চাহিদা বুঝতে ব্যর্থ হয়েছে। এখন পরিস্থিতি বদলেছে। মানুষ ভোটাধিকার ফিরে পেলে সঠিক নেতৃত্ব বেছে নিতে ভুল করবে না। শতাব্দীর প্রাচীনতম ঐতিহ্যবাহী দল জমিয়তের খেজুরগাছ প্রতীকে ভোট দেওয়া এই এলাকার মানুষের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।”
ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা ও ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে স্থানীয় মাতুরতল বাজারে বিশাল জনসভায় জয়নগর মাদরাসার মুহতামিম মাওলানা আলা উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, জৈন্তাপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুহিব্বুল্লাহ, গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন, যুব জমিয়তের সভাপতি মাওলানা আবুল হাসানাত, সিলেট জেলা ছাত্র জমিয়ত সভাপতি জাকির হোসাইন, কেন্দ্রীয় সমাজ সেবা সম্পাদক আব্দুল্লাহ মাহফুজ, গোয়াইনঘাট উপজেলা সভাপতি ইকরামুল হক জাবেরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302