• ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে সফর, ১৪৪৭ হিজরি

সিলেটে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও র‌্যালী

admin
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৫
সিলেটে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও র‌্যালী

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্যোগে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগষ্ট) বিকেলে বিকাল ৩টায় কীনব্রীজ সুরমা পয়েন্ট থেকে র‌্যালীটি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বন্দরবাজার কালেক্টরেট জামে মসজিদের সামনে এসে সমাবেশের মাধ্যশে শেষ হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি ছাত্রনেতা মুহাম্মাদ আলবাব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু নাছির জাহেদ’র সঞ্চালনায় সমাবেশে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম কেন্দ্রীয় সহ-সভাপতি, জুলাই গণঅভূত্থানের অগ্রসৈনিক ছাত্রনেতা মুহাম্মাদ মুনতাসির আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে মুনতাসির আহমদ বলেন, অতীতে ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসী কার্যক্রমের প্রতিযোগিতা চলেছে। ছাত্র রাজনীতির নামে অল দ্য ফল বাণিজ্য চাঁদাবাজি লুটতরাজ, শিক্ষার্থী নির্যাতন খুন, ধর্ষণ হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বিগত ৩৪ বছর শিক্ষার্থীবান্ধব নৈতিকতা অদক্ষতা সমৃদ্ধ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ছাত্রনেতা সাব্বির আহমদ তপু, যুব আন্দোলন জেলা সহ-সভাপতি আনিসুর রহমান, শ্রমিক আন্দোলন জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান, ছাত্র আন্দোলন জেলা সহ-সভাপতি মুহাম্মাদ মুর্শেদ আহমদ চৌধুরী নগর সহ-সভাপতি জাকাওয়াত চৌধুরী পাশা সহ জেলা-নগর এর বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।