
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী ব্যাপক কর্মসূচী পালন করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচীর মধ্যে ছিল বণার্ঢ্য র্যালী, সমাবেশ, বৃক্ষরোপন ও যেখানে সেখানে ময়লা না ফেলে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ময়লা ফেলার জন্য ডাস্টবিন স্থাপন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেজিস্টারী মাঠের পাশে প্রথমে বৃক্ষরোপন করা হয়। বৃক্ষরোপন শেষে বিকেলে রেজিস্টারী মাঠে সমাবেশ শেষে এক বণার্ঢ্য র্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
রেজিস্টারী মাঠে র্যালী পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাহুল কবির মিফতা, যুগ্ম আহবায়ক আলী মো: নুরুল হুদা দিপু, দেলোয়ার হোসেন চৌধুরী, সৈয়দ সরওয়ার রেজা, কায়সান মাহমুদ সুমন, টিটন মল্লিক, জাহাঙ্গীর মিয়া। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন।
সমাবেশ ও র্যালীতে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জি এম আজম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আহসান মাহবুব, তোফায়েল চৌধুরী উজ্জল, আব্দুর রউফ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক রজব আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল জলিল, মিছবাউর রহমান, আব্দুস সালাম আজাদ সাহেদ, শেখ আব্দুল মনাফ, খন্দকার মনিরুজ্জামান মনির, সালেক আহমদ, হাবিবুর রহমান হাবিব, খন্দকার ফয়েজ আহমদ, রুমেল আহমদ রুশন, সাঈদ মাহমুদ ওয়াদুদ, সাইদুল হক চৌধুরী, মো: আশিক মিয়া, প্রভাষক মাকসুদ আলম, সাইদুল এনাম চৌধুরী লাহিন, সাইফুল আলম কোরেশী, সেলিম আহমদ, নুরুল ইসলাম রুহুল, আয়াত আলী প্রিন্স, কয়েছ আহমদ, আব্দুল আমিন, দিহান আহমদ হারুন। বিভিন্ন উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিব বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালিক মল্লিক, সদস্য সচিব নুরুল আমিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন, সদস্য সচিব জুয়েল আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আলাউদ্দিন মনাই, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমদ হুমায়ুন জামাল, সদস্য সচিব শাহাব উদ্দিন চেয়ারম্যান, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: শাহজাহান, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলাউদ্দিন, ভারপ্রাপ্ত সদস্য সচিব মনির হোসেন, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুজ্জামান, সদস্য সচিব আশিকুর রহমান রানা, বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক আবুল খায়ের, সদস্য সচিব আহমদ দুলাল মিয়া, বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফজল আহমদ, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন মুকিত, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন প্রমুখ।
রেজিস্টারী মাঠ ও শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল বলেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও প্রিয় দল বিএনপির বিরুদ্ধে এখনো নানামুখী ষড়যন্ত্র চলছে। বিএনপি ও জিয়া পরিবারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একাত্তর, নব্বই ও চব্বিশের পরাজিত শক্তিরা মিলেমিশে একাকার হয়ে সুগভীর ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর সাম্য ও মানবিক বাংলাদেশ বির্নিমানে একযোগে কাজ করতে হবে।
সভায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ বলেন, খুনি হাসিনা পালিয়ে গেলেও ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে নানামুখী চক্রান্তে লিপ্ত রয়েছে। এদের বিরুদ্ধে আমাদের স্বোচ্চার থাকতে হবে।