আওয়ামীলীগ সরকারের রোষানলে পড়ে বিগত দিনে বছরের পর বছর জন্মমাঠিতে আসতে পারেননি অসংখ্য বিএনপি নেতারা। দীর্ঘ ১৪ বছর পর জন্মমাঠিতে এসে দলীয় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসাইন।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে জকিগঞ্জের ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয় মাঠে খলাছড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে তাকে এক সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী এবং এলাকার মানুষ মিছিল সহকারে এসে অনুষ্ঠানে যোগ দেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুক আহমদের সভাপতিত্বে ও যুবদল নেতা হিফজুর রহমানের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌরসভা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক বদরুল হক বাদল।
সংবর্ধিত অতিথির বক্তব্যে জাকির হোসাইন বলেন, দীর্ঘ এক যুগের বেশি সময় একাধারে বিদেশের মাঠিতে কাটাতে হয়েছে আমাকে। বিদেশের মাঠিতে থাকলেও আমার মন পড়ে থাকত দেশের মাঠিতে। স্বৈরাচারীনি হাসিনা আমার পাসপোর্ট জব্দ করেছিল যাতে দেশে আসতে না পারি।
ধানের শীষের প্রার্থী হিসেবে এলাকার মানুষের এমন দাবি প্রসঙ্গে তিনি বলেন, দলের জন্য সেই ছাত্র জবানা থেকে কাজ করছি। কোন কিছু পাওয়ার আশায় দল করিনি। দলকে ভালোবেসে দেশের জন্য কাজ করে যাচ্ছি একাধারে। যেটি আমার নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পুরোপুরি অবগত রয়েছেন। অবহেলিত এ জনপদের উন্নয়নে তিনি উপযুক্ত জায়গায় ধানের শীষ তুলে দেবেন বলে আমার বিশ্বাস।
এসময় তিনি আরো বলেন, দলকে সুসংগঠিত এবং প্রতিটি এলাকায় গিয়ে কাজ করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে নির্দেশ প্রদান করেছেন। দলকে ঐক্যবদ্ধ করতে পারলে সিলেট -০৫ আসনের ধানের শীষ অন্য কোথাও যাবে না।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শফিকুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জকিগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, প্রবীন বিএনপি নেতা আব্দুল মালিক, মানিকপুর ইউনিয়ন বিএনপি সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক কাওছার আহমদ, পৌরসভা বিএনপি নেতা মুনিম আহমদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রাজন, আরব আমিরাত উম্মুল কোয়াইন বিএনপির সাধারণ সম্পাদক কয়েছ আহমদ, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এমডি কামাল, সেচ্ছাসেবক দল নেতা ফজলে আশরাফ মান্না, যুবদল নেতা মাজেদ আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক কামরুল ইসলাম, সদস্য সচিব রায়হান আহমদ, জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল নেতা মাহফুজুর রহমান মাহি প্রমুখ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302