৪৫প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বাদ জোহর ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলা সদরে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল। র্যালী পুর্ব সামাদ প্লাজার সামনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মিটু মেম্বার ও যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদিআরব প্রাদেশিক বিএনপির আহবায়ক জাকারিয়া আরফিন ফয়সল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি হুসেন আহমদ খান, সহ সাংগঠনিক সম্পাদক এহসান সাহেদ, দপ্তর সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক আল কাওসার হাবিব টিটু।
সভা ও র্যালীতে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান চৌধুরী রাসেল, আবুল হোসাইন সামি, আজিজুর রহমান , সৈয়দ আক্তার ময়না, ওলিদ আহমদ সেন্টু, রেজাউর রহমান কাওসার। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাইজগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ মামুন আহমদ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মান করতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করতে হবে। দেশ ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন ৭১, ৯০ ও ২৪ এর পরাজিত শত্রুরা মিলেমিশে একাকার হয়ে চক্রান্তে লিপ্ত রয়েছে। এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ ও সোচ্চার হতে হবে। আগমী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302