• ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেট সরকারি কলেজ ছাত্রদল নেতাদের আনন্দ মিছিল

admin
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৫
সিলেট সরকারি কলেজ ছাত্রদল নেতাদের আনন্দ মিছিল

সিলেট মহানগর ছাত্রদলের ঘোষিত নতুন কমিটিতে সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহফুজুর রহমান তামীম এবং সিলেট এম সি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুহিবুর রহমান মারজান।

নতুন কমিটি ঘোষণার পর (২২ আগস্ট) দুপুরে নবনির্বাচিত দুই নেতার নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে সিলেট নগরীর আল্লাহু পয়েন্ট এলাকা থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি আল্লাহু পয়েন্ট থেকে শুরু হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় নেতাকর্মীরা দলীয় স্লোগান দিতে দিতে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান। মিছিলে মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।