• ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট জেলা প্রশাসকের সাথে ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট মহানগরের সৌজন্য সাক্ষাৎ

admin
প্রকাশিত আগস্ট ২৫, ২০২৫
সিলেট জেলা প্রশাসকের সাথে ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট মহানগরের সৌজন্য সাক্ষাৎ

নবনিযুক্ত সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সাথে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন। সোমবার (২৫ আগস্ট) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে সাক্ষাতকালে নবনিযুক্ত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।

সামাজিক মূল্যবোধ, রাজনৈতিক সম্প্রীতি ও সন্ত্রাস চাদাবাজ ও দূবৃত্তায়ন রোধ করতে সৌহার্দ্যের সিলেট গড়ার প্রত্যয়ে সিলেট জেলা প্রশাসক এর সাথে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সর্বাঙ্গীণ সহযোগীতায় থাকবে বলে আশ্বাস দেন। নগর সভাপতি মুহাম্মদ সিদ্দিকুর রহমান এসময় ইসলাম, দেশ ও মানবতাবিরোধী যে কোন কার্যক্রমে জেলা প্রশাসককে কার্যকরী বলিষ্ঠ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাক্ষাতকালে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর এর সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দীন আহম্মেদ বলেন, জেলা প্রশাসক যোগদান পরবর্তী যতগুলি প্রশাসনিক ব্যবস্থা ও পদক্ষেপগুলো প্রশংসনীয়, আপনার পূর্বের দূর্নিতি বিরুধী মিশনগুলো সমস্ত বাংলাদেশ প্রশংসনীয় ছিল। সেই প্রশংসনীয় দারা সিলেটে অব্যহত থাকবে আমরা আশাকরি।

আরো উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মাওলানা তৈইবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ সুরমা থানা শাখার সভাপতি আলহাজ্ব রহুল আমিন, ইসলামী শ্রমিক আন্দোলন দক্ষিন সুরমা থানা সভাপতি নূর হাদি রিপন, আইন বিষয়ক সম্পাদক আলী রাজ মিয়া, প্রশিক্ষণ সম্পাদক আরিফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের দক্ষিণ সুরমা থানা সভাপতি মো. শাহিদুল ইসলাম সাজুল, সহ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর নেতৃবৃন্দ প্রমুখ।