• ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেট পাল্প এন্ড পেপার মিলস উচ্চ বিদ্যালয়ের আবেদন

admin
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৫
সিলেট পাল্প এন্ড পেপার মিলস উচ্চ বিদ্যালয়ের আবেদন

সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদ এর কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য মো. শামীম আহমদ চৌধুরী (৯৪ ব্যাচ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সিলেট পাল্প এন্ড পেপার মিলস উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে ২ দিনব্যাপী অনুষ্ঠান মালার নিরাপত্তার স্বার্থে সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদ ২০২৬ এর আহবায়ক রাসেল মাহমুদ ও সদস্য সচিব এনামুল হক চৌধুরী স্বাক্ষরিত জেলা প্রশাসক ও পুলিশ সুপার সুনামগঞ্জ বরাবরে ঐতিহ্যবাহী সিলেট এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে প্রাক্তণ ছাত্র-ছাত্রীদের আগামী ২ ও ৩ জানুয়ারি ২০২৬ ইংরেজি বিদ্যালয় প্রাঙ্গণে সুবর্ণ জয়ন্তী উদযাপনের উদ্যোগে প্রতিষ্ঠানের বহু ছাত্র-ছাত্রী দেশ এবং দেশের বাহিরের বিভিন্ন স্থান থেকে আগত মিলনমেলায় সেতু বন্ধন তৈরিতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পালিত হয় সে লক্ষ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার আবেদনটি নিশ্চিত করে আমলে নেন। তাছাড়াও অনুলিপির একটি কপি ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও সিলেট পাল্প এন্ড পেপার মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির কাছে হস্তান্তর করা হয়।