যশোরে বিজিবি আলাদা অভিযানে প্রায় আট কোটি টাকা দামের ৩৬ পিস স্বর্ণের বারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে মহাসড়কের দুই স্থানে সদর উপজেলার কোদালিয়া ও তারাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের চালান উদ্ধার ও চোরাচালানিদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার আংগারিয়া সিংগাইর গ্রামের আকরাম হোসেনের ছেলে আশরাফুল ইসলাম সাজিদ (২৩), যশোর শহরের লোন অফিসপাড়ার নূর মোহাম্মদের ছেলে জাহিদ হোসেন (২৬) এবং যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের আনন্দচন্দ্র দাসের ছেলে সুজনকুমার দাস বাপ্পি (৩৪)।
৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম আজ সকাল সাড়ে ৬টায় যশোর-মাগুরা মহাসড়কের কোদালিয়া বাজারে অবস্থান নেয়।
এ সময় তারা ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে সাজিদকে গ্রেপ্তার করে। এরপর তার মানিব্যাগ থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তিনি জানান, বিজিবির আরেকটি টিম সকাল সাড়ে ৯টায় যশোর-নড়াইল সড়কের তারাগঞ্জ বাজার অবস্থান নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসে অভিযান চালায়। এ সময় তারা জাহিদ ও বাপ্পিকে আটক করে।
এরপর তাদের কোমরে লুকিয়ে রাখা ৩৪টি স্বর্ণের বার উদ্ধার করে। দুই অভিযানে উদ্ধার করা স্বর্ণের ওজন ৫ কেজি ৩৩৪ গ্রাম। যার বাজার মূল্য সাত কোটি ৮৯ লাখ ৫৩ হাজার ৮৬৮ টাকা।
বিজিবির এই কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তার আসামিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তারা ঢাকার মানিকগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করেন।
এরপর যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশে এগুলো নিয়ে যাচ্ছিলেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302