
সিলেট মহানগর যুবদলের আঞ্চলিক কমিটি গঠনের লক্ষ্যে ৩নং ওয়ার্ডের ৬টি এলাকায় পৃথক পৃথক তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে উঠান বৈঠকের অংশ হিসেবে মুন্সিপাড়া আঞ্চলিক কমিটি গঠনের লক্ষ্যে শুক্রবার বাদ এশা মুন্সিপাড়ার মসজিদ রোডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন। প্রধান অতিথির বক্তবে তিনি বলেন, কোন ডেবিলকে জেলা, মহানগর, ওয়ার্ড, আঞ্চলিক ও পৌর কমিটিতে স্থান দেওয়া হবে না। বিএনপিতে ডেবিলদের কোন ঠাঁই নেই। আমাদের যারা যুবদলের কর্মী রয়েছেন জেলা ও মহানগর, ওয়ার্ড পর্যায়েবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়কস তারেক রহমানের রাষ্ট্র গঠনের কাঠামো সবার কাছে পৌছেছে দিতে হবে। ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দেশকে সুখী সমৃদ্ধি ও তরুণ প্রজন্মকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলার লক্ষ্যে সকল তরুণ, যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার লক্ষ্যে শিক্ষাকে প্রধান্য দিতে হবে। কারণ শিক্ষা জাতীর মেরুদন্ড। এ লক্ষ্যে যুব ও তরুণ সমাজ একসাথে কাজ করতে হবে। তিনি বলেন, আঞ্চলিক পর্যায়ে দক্ষ কর্মীদের মূল্যায়ন করা হবে। আঞ্চলিক কমিটি থেকে ওয়ার্ড কমিটি গঠন করা হবে।
সিলেট মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক শাহিন উদ্দীন আহমদ এর মুন্সিপাড়া আঞ্চলিক কমিটিতে অবদান রাখতে হবে। কারণ এই দক্ষ পরিশ্রমী ও শিক্ষিত যুব ও তরুণ সমাজ রয়েছে।
এসময় সিলেট মহানগর যুবদলের বর্তমান কমিটির সংগ্রামী নেতৃবৃন্দ ছাড়াও ৩, ১০ ও ১১নং ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এলাকার মুরব্বীদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল-২০২২ এর যুগ্ম আহবায়ক ও ৩নং ওয়ার্ডের সহ-সভাপতি মো. শামীম আহমদ চৌধুরী। এছাড়াও উঠান বৈঠকে এলাকার বিশিষ্ট মুরব্বীয়ান, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।