ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আগামী শনিবার (৬ সেপ্টেম্বর) ১২ রবিউল আউয়াল সিলেট নগরীতে 'মুবারক র্যালি' বের করবে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঈদে মীলাদুন্নবী (সা.) র্যালি বাস্তবায়ন কমিটি সিলেট। সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে সকাল ১০টায় জমায়েত হয়ে র্যালিপূর্ব আলোচনা সভার পর বাদ যুহর র্যালিটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে।
এদিকে র্যালি সফলের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে র্যালি বাস্তবায়ন কমিটি। এর অংশ হিসেবে শুক্রবার ২৯ আগস্ট ২০২৫ ঈসায়ী সংগঠনের সাবেক নেতৃবৃন্দ এবং জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, উপজেলা ও সমমান শাখার দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সুলাইমান আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং র্যালি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও সিলেট মহানগর সভাপতি হুসাইন আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দারুল ফিকর ওয়াল ইফতা বাংলাদেশ এর চেয়ারম্যান, মুফতিয়ে আজম হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ নজমুল হুদা খান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু ছালেহ মো. কুতবুল আলম, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, মাওলানা মাহবুবুর রহমান ফরহাদ, সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আতাউর রহমান, কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ ও সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন। র্যালি বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ এর স্বাগত বক্তব্যে সূচিত সভায় অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান গণি, সাবেক প্রচার সম্পাদক মাওলানা সৈয়দ আহমদ আল জামিল, সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা খন্দকার অজিউর রহমান আসাদ, সাবেক কেন্দ্রীয় সহ-অফিস সম্পাদক হাফিয তৌরিছ আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মুসলেহ উদ্দিন কাওছার, সাবেক কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মাসরুর হাসান জাফরী, অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদ, অফিস সম্পাদক জিল্লুর রহমান, সহ অফিস সম্পাদক উবায়দুর রহমান শাহান, সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শোয়েব আহমদ, কেন্দ্রীয় সদস্য এম. শামছ উদ্দিন, আমিমুল ইহসান তাহসিন, বুরহান উদ্দিন, সুনামগঞ্জ জেলা সভাপতি আবু হেনা ইয়াসিন, সিলেট পশ্চিম জেলা সভাপতি আব্দুর রাজ্জাক সাজু, শাবিপ্রবি সভাপতি জুবেল আহমদ, হবিগঞ্জ জেলা সভাপতি ফয়েজ আহমদ নোমান, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেট সভাপতি আব্দুল আহাদ আকবর, সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর সহ-সভাপতি আরিফ হোসাইন সামাদ, সিলেট পূর্ব জেলা সহ-সভাপতি আহমদ আল মনজুর, সিলেট মহানগর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নোমান, সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক আবু সায়ীদ মো. আশিক, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ফয়ছল ইসলাম, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক শাহ সামায়ুন কবির, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ নাঈম, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেট সাধারণ সম্পাদক মাহদি বিন আব্দুল আজিজ প্রমুখ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302