
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, জাতির এর বিশেষ ক্রান্তিলগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে ১৯ দফা কর্মসূচি প্রণয়ন করে দেশ পুণঃগঠনে কাজ শুরু করেছিলেন। বিগত দিনে ফ্যাসিস্ট জালিম সরকার পুরো রাষ্ট্রকাঠামোকে ভেঙ্গে দিয়েছে। এই ভেঙ্গে পড়া রাষ্ট্রকে মেরামত করে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি ঘোষনা করেছেন। দেশের সর্বস্তরের মানুষ এই কর্মসূচিকে স্বাগত জানিয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে এসব কর্মসূচি বাস্তবায়ন করে সমতার ভিত্তিতে একটি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মানে কাজ করবে। সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। একটি সুখি-সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের বিকল্প নেই। তাই সকলকে সম্মিলিতভাবে কাজ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।
শুক্রবার বিকেলে সিলেট মহানগরীর ৩নং ওয়ার্ডের কাউন্সিল-২০২২ এর যুগ্ম আহবায়ক ও ৩নং ওয়ার্ডের সাবেক সহ-সভাপতি (২০০৪-২০২২) মো. শামীম আহমদ চৌধুরীর উদ্যোগে দেশনায়ক তারেক রহমানের দেশবাসীর কাছে উপস্থিত ৩১ দফার লিফলেট বিতরণকালে সিলেট মহানগরীর ওসমানী মেডিকেল এলাকায় তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপি, ৩নং ওয়ার্ড বিএনপি, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।