বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১লাই সেপ্টেম্বর রোজ সোমবার সিলেট মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রার সমাবেশস্থল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার। উক্ত অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সিলেট মহানগর ৩নং ওয়ার্ড বিএনপির সকল পাড়া কমিটি, কার্যকরী কমিটি, কর্মী, সমর্থক ও নেতৃবৃন্দকে দুপর ১.৩০ মিনিটের মধ্যে কাজল শাহ গলির ভিতর মাইদা ডেকোরেটার্স এর সামনে সমবেত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এর পূর্বে দুপর ১টায়, ওয়ার্ড বিএনপির শোভাযাত্রার ব্যানার, মাইক ও বাদ্যযন্ত্র সহকারে পশ্চিম কাজল শাহ্ পাড়া কমিটি এবং সোনার বাংলা আবাসিক এলাকা পাড়া কমিটি যৌথভাবে বর্ণমালা পয়েন্ট থেকে মিছিল সহকারে মেডিনোভায় অবস্থানরত মিছিলের সাথে স্বতঃস্ফূর্তভাবে মুল সমাবেশস্থলে অংশগ্রহণ জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
অনুরোধ ক্রমে
সালেহ আহমদ গেদা, রাজিব কুমার দে রাজু, মোঃ দুলাল আহমদ
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302