৩৬ জুলাই ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সিলেটের শেখঘাটে “শেখঘাট শুভেচ্ছা যুব সংঘ” এর আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) গ্রাস ল্যান্ড ইনডোর মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে চারটি দল অংশ নেয়— শেখঘাট এ.বি.ডি. স্টার, শেখঘাট সুপারস্টার, শেখঘাট মাইটি সিক্সার্স ও একতা স্পোর্টিং ক্লাব। খেলা শেষে বিজয়ী হয় আবু বকর দিপুর নেতৃত্বাধীন দল এবং রানার্সআপ হয় সৈয়দ রাসেল আহমদ পাপলুর দল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও সাবেক খেলোয়াড় মু. ফখর উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক আসাদ, জুলাই আন্দোলনের মহানগর ছাত্র সমন্বয়ক আবু সাঈদ ও মাহবুবুর রহমান। এসময় জুলাই যোদ্ধা হিসেবে সংবর্ধনা প্রদান করা হয় ওলিউর রহমান ও সৈয়দ রাসেল আহমদ পাপলুকে।
সংঘের সভাপতি পারভেজ আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তৌকির আহমদ শাওনের পরিচালনায় শুরুতেই কোরআন তেলাওয়াত করেন তাওসীফ জাওয়াদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংঘের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল আহমদ পাপলু, প্রচার সম্পাদক আবু বক্কর দিপু, ক্রীড়া সম্পাদক রূপম আহমদ, সদস্য ওমর ফারুক, সিয়াম, ইশতিয়াক প্রমুখ। সভাপতির বক্তব্যে পারভেজ আহমদ বলেন, শেখঘাট শুভেচ্ছা যুব সংঘ খেলাধুলার পাশাপাশি শিক্ষার ক্ষেত্রেও আপনাদের পাশে আছে এবং আগামীতেও থাকবে। আপনাদের যে কোন প্রয়োজনে আমরা পাশে থাকার সর্বোচ্ছ চেষ্টা করব। তিনি এলাকার গেজেটেড জুলাই যুদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের শ্রদ্ধার সহিত স্মরন করেন। খেলা উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শক মাঠে সমবেত হন এবং ম্যাচগুলো দর্শকরা গভীর আগ্রহে উপভোগ করেন।
অনুষ্ঠানে শেষে উপস্থিতদের জন্য আকর্ষণীয় র্যাফেল ড্র-এর আয়োজন করা হয়।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302