শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ -স্কপ সিলেট জেলা পরিচালনা পর্ষদের একসভা অদ্য ১০সেপ্টেম্বর বুধবার দুপুর ১টায় বাগবাড়ীস্হ জাতীয় বিদ্যুৎ কর্মচারী ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সিলেট জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ -স্কপ ও জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা আহ্বায়ক মোঃ সোরমান আলীর ও জেলা স্কপ সদস্য সচিব, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সভাপতি আবু জাফর এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন সংঘের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ সরকার , সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সাধারণ সম্পাদক প্রণব জ্যোতি পাল,ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ ছাদেক মিয়া, বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (বাচ্চু), আব্দুল বাতেন মুন্না, জগদীশ কুমার দাশ,জাতীয়তাবাদী শ্রমিক দলের ময়নুল ইসলাম চৌধুরী (অপু),ট্রেড ইউনিয়ন সংঘের আব্দুস সালাম,প্রমূখ।
সভায় বক্তারা বলেন,দেশের ৭ কোটি ৬০ লক্ষ শ্রমজীবী মানুষের শ্রমই অর্থনৈতিক উন্নয়নের প্রধান ভিত্তি অথচ তারাই চরম বৈষম্যের শীকার। এই সরকার বিদ্যমান বৈষম্য কে দুর করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন অথচ শ্রমিকদের ন্যায্য দাবিসমূহ মেনে নিতে শ্রম সংস্কার কমিশন গঠন ছাড়া সরকারের কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান নেই, শ্রম সংস্কার কমিশন সরকারের কাছে ৪ মাস পূর্বে তাদের সুপারিশ দাখিল করেছে কিন্তু এখনো সেই সুপারিশ বাস্তবায়নে কাজ শুরু করেনি সরকার। শ্রমিকদের জীবনমান উন্নয়ন ছাড়া বৈষম্য বিলোপের চিন্তা বাতুলতা মাত্র। তাই, সরকারের মৌলিক প্রতিশ্রুতিপূরণের জন্যই তাদের জীবনের সাথে নিবিড় ভাবে সম্পর্কিত স্কপের ৯ দফা সরকার কে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।
সভায় স্কপের ৯দফা দাবিতে আগামী ১৮অক্টোবর শনিবার বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট বিভাগীয় শ্রমিক সমাবেশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302