
স্টাফ রিপোর্টার : দেশের বাইরে থেকে ফেসবুকে ‘ইমরান আহমদ মিছবাহ’ নামে একটি ফেইসবুকে থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও ডাকসুর নির্বাচন নিয়ে উদ্দেশ্যমূলকভাবে নানা ধরনের মিথ্যা ও অসত্য তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছেন এক যুবক। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সুনামগঞ্জের ছাতক থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন ছাতক উপজেলা পূর্ব আদর্শ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মাসুদ আহমদ। মামলায় ছাতকের সুহিতপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ইমরান আহমদ মিছবাহকে আসামি করা হয়।
গত (১২ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত এর ছাতক থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর এর ২৫/২৯/৩১ ধারায় মামলাটি রুজু করা হয় বলে নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান। মামলা নং-৩৫/৬০, তারিখ: ১২/০৯/২০২৫ ইং
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ইমরান আহমদ মিছবা’ নামে একটি ফেইসবুকে খুলে যুক্তরাজ্য বসে ইমরান আহমদ মিছবাহ দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ডাকসুর নির্বাচন নিয়ে নানা ধরনের দেশ বিরোধী অপপ্রচার ও গুজব রটাচ্ছেন। সম্প্রতি দেশের জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেপ্রনোদিত আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে জড়িয়ে অসত্য ও মিথ্যা তথ্য দিয়ে ভিডিও তৈরি ফেসবুক ও প্রচার করেন। উদ্দেশ্য প্রণোদিত লেখাটি আবার ‘ইমরান আহমদ মিছবাহ’ নিজের আইডি এবং আরও অনেক ফেসবুক লিংক থেকে পোস্ট ও শেয়ার করেন। যা আমাদের সংগঠনের মানহানিকর ও ক্ষতিগ্রস্থ করেছে। মাসুদ আহমদ বলেন, এসব অপপ্রচারে আমিসহ আমাদের সংগঠনের হাজার হাজার কর্মী সমর্থকদের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। বিদেশে বসে দেশের সম্মানীত সাবেক এমপিদের নিয়ে এ ধরণের অপপ্রচার ও সম্মানহানি করে গুজব রটনাকারীদের আইনের আওতায় আনতে তিনি মামলা করেছেন বলে জানান। একই উদ্দেশ্যে এসব মিথ্যা ভিডিও লাইক, শেয়ার ও কমেন্টকারীদেরও আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, ‘মামলাটি পুলিশ অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছে। দেশবিরোধী অপপ্রচার ও গুজব রটনাকারীদের শনাক্তপূর্বক আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে’।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302