বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে রেবতি মোদক। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার স্বাস্থ্য সহকারী হেপী রানী পালের মেয়ে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে সিলেট শহরের সারদা স্মৃতি ভবন মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শতাধিক কৃতি শিক্ষার্থীর মাঝে সনদপত্র, ক্রেস্ট ও আর্থিক অনুদান প্রদান করা হয়।
বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে পুরস্কার গ্রহণ করে রেবতি মোদক।
অনুষ্ঠান শেষে রেবতির মা হেপী রানী পাল অনুভূতি প্রকাশ করে বলেন, “আমার মেয়ের এ পুরস্কারে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এ অর্জন তার শিক্ষাজীবনে আরও অগ্রগতির প্রেরণা জোগাবে।”
আয়োজকরা জানান, নিয়মিত এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় অনুপ্রাণিত করবে এবং তাদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আসাদুজ্জামান রিপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোশারফ হোসেন, সাবেক সহসাধারণ সম্পাদক সাজিদুর রহমান (মুরাদ), বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশন সিলেট, প্রধান বক্তা হিসেবে ছিলেন সিলেট সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার কাজী জাফর আহমদ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302