বৃহত্তর সিলেটের সামাজিক উন্নয়নমূলক সংগঠন সিলেট উন্নয়ন সংস্থার সভাপতি বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও মানবতার ফেরিওয়ালা মোঃ মনিরুল ইসলাম সাউথ এশিয়ান এক্সিলেন্স এ্যাওয়ার্ড-২০২৫” এ ভূষিত হয়েছেন। সবাজ সেবায় সুন্দর সমাজ বির্নিমাণে বিশেষ অবদান রাখার জন্য সাউথ এশিয়ান সোস্যাল কালচারাল ফোরাম এর উদ্যােগে বিশিষ্ট গুণিজন দেরকে একযুগ পূর্তি উপলক্ষ্যে এ বছর এই সম্মাননা প্রদান করা হয়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকাস্থ সেগুন বাগিচায় কেন্দ্রীয় কচিকাচাঁর মেলা মিলনায়তনে এক বর্ণাট্য এ্যাওয়ার্ড প্রদান ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাউথ এশিয়ান সোস্যাল কালচারাল ফোরামের উপদেষ্ঠা এডভোকেট শেখ মোঃ আমির হামজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মোঃ আব্দুস ছালাম মামুন, বাংলাদেশ সুপ্রীমকোর্ট, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ, মাননীয় উপাচার্য ও ট্রেজারার, ইবাইস বিশ্ববিদ্যালয়, ড. মোহাম্মদ জকরীয়া, সাবেক সচিব বাংলাদেশ নির্বাচন কমিশন, পীরজাদা শহীদুল হারুন, সাবেক অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়, তাশিক আহমেদ, উপদেষ্ঠা এটিএন বাংলা, রিশাভ দেব গিমরে, সভাপতি রাষ্ট্রিকা সাহিত্য প্রতিষ্ঠান, কাঠমন্ডু, নেপাল, ড. দীপা দাস, কবি নজরুল গবেষক, কলকাতা ভারত।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, যে সমাজে গুণীজনের কদর নেই সে সমাজে গুনীজনদের জন্ম হয় না। তাই আমাদের উচিত গুণীজনদের কদর করা, যত বেশি গুণীজনদের সম্মাননা করা হবে তত বেশি আমাদের সমাজে গুণীজনদের জন্ম হবে। তিনি আরো বলেন যে, আমরা সমাজে যারা বিত্তমান বা ধনী তাদেরকে সব সময় সমাজের হতদরিদ্র, গরীব, অসহায়, অবহেলিত, সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে তাদেরকে সবসময় সাহায্য সহযোগিতা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।
উক্ত অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিত্ব, গুণীজন, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্নস্থরের সাবেক জনপ্রতিনিধি, গনমাধ্যম প্রতিনিধি ও উচ্চপ্রদস্থ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302