
জকিগঞ্জের শাহবাগ হাইস্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ ও অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠান সোমবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
অত্র কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বশির আহমদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রুমান আহমদের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, সিলেট ল’ কলেজের সাবেক ভিপি, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিলেট-০৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.টি.এম সেলিম, কাজী মাহতাব উদ্দিন, বিএনপি নেতা জিয়াউর রহমান, মাহবুবুর রহমান রুমি, সায়েফ আহমদ, দেলওয়ার হোসেন চৌধুরী, হাসিব আহমদ, ওলিউর রহমান চৌধুরী শাহজাহান, মাহফুজ খান, মাজেদ আহমদ চৌধুরী, মঞ্জুর আহমদ, নাওয়াফ মাহমুদ চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল হক চৌধুরী বলেন, ‘‘ভবিষ্যতের উন্নত ও সুন্দর বাংলাদেশ গড়তে হলে ছাত্রদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ইতিহাস প্রমাণ করে ৫২’র ভাষা আন্দোলন, এবং ২৪’র গণঅভ্যুত্থানসহ নানা পরিবর্তনের পেছনে ছাত্রদের সবসময়ই গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাদের জ্ঞানকে শানিত করে মেধা ও উদ্ভাবনী শক্তির স্ফুরণ ঘটিয়ে দেশ ও মানবতার কল্যাণ সাধন করছেন। সৃজনশীল কাজে তাদের বেশি বেশি অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। তাহলে তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার শক্তি-সামর্থ্য অর্জন করবে।