প্রধান অতিথির বক্তব্যে ব্রিটিশ কাউন্সিলের এক্সামিনেশন সার্ভিস ম্যানেজার মো. হুমায়ুন কবির মেহেদী বলেন, “বাংলাদেশি শিক্ষার্থীরা বর্তমানে বিশ্বজুড়ে নিজেদের দক্ষতায় প্রশংসিত হচ্ছেন। ব্রিটিশ কাউন্সিলের সিডি-আইইএলটিএস উদ্যোগের মাধ্যমে তারা শুধু ইংরেজি দক্ষতা নয়, প্রযুক্তিগত জ্ঞানেও পারদর্শী হচ্ছেন—যা উচ্চশিক্ষা ও পেশাগত জীবনে দারুণভাবে সহায়তা করবে।”
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট শহরের পূর্ব জিন্দাবাজারে অবস্থিত ইয়েস একাডেমিতে কম্পিউটার-ডেলিভার্ড আইইএলটিএস (সিডি-আইইএলটিএস) পরীক্ষার আধুনিক প্রস্তুতি কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সিলেটে প্রথমবারের মতো সিডি-আইইএলটিএস প্রস্তুতি সুবিধার উদ্বোধন হয়েছে। এখানে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের পরীক্ষার অভিজ্ঞতা পাবেন। এতে সিলেটের শিক্ষার্থীদের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।
ইয়েস একাডেমির আইইএলটিএস ইন্সট্রাক্টর শাহ পারভেজের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইয়েস গ্রুপের ডিরেক্টর সাজিবুল ইসলাম।
ইয়েস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. নুরুজ্জামান মনি বলেন, "এই কেন্দ্রটি সিলেটের প্রথম এবং একমাত্র প্রিমিয়াম সিডি-আইইএলটিএস প্রস্তুতি কেন্দ্র, যেখানে আন্তর্জাতিক মানের পরিকাঠামো ও প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা রিয়েল এক্সাম অভিজ্ঞতা নিয়ে প্রস্তুতি নিতে পারবেন।"
তিনি আরও জানান, “আমরা চাই সিলেটের শিক্ষার্থীরা ঢাকায় না গিয়েই সিলেট থেকে বিশ্বমানের সুবিধা পাক। এই ল্যাব আমাদের সেই স্বপ্নের বাস্তব রূপ। ব্রিটিশ কাউন্সিলের আদলে ডিজাইন করা এই ক্লাসরুমে ব্যবহৃত হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি ও ডিভাইস, যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং মানসিক চাপ কমাতে সহায়ক হবে।"
এই আধুনিক ল্যাব শুধু একটি পরীক্ষার কেন্দ্র নয়, বরং এটি সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও ক্যারিয়ার উন্নয়নের একটি বড় সুযোগ। বক্তারা বলেন, বাস্তবমুখী প্রস্তুতির মাধ্যমে শিক্ষার্থীরা আইইএলটিএস পরীক্ষায় ভালো করতে পারবে এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় এগিয়ে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ব্রিটিশ কাউন্সিলের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মুহিবুর রহমান, লাইট হাউজ এডুকেশনের সিইও আবু তৈয়ব দিপু, টাইমস এডুকেশনের সিইও শায়েখ আহমদ, এব্রড স্টেশনের সিইও সৈয়দ কামরুজ্জামান, এভেন্ট অ্যাসোসিয়েটের সিইও সাইদ আহমদ, ব্যাংকার মাহফুজুর রহমান, সাংবাদিক লোকমান হাফিজ, এমিটি এডুকেশনের সিইও আশরাফ পাটুয়ারী জনি, স্কাই এডুকেশনের সিইও এমদাদুর রহমান, সিটি ওভারসিজের সিইও ফাহিম আহমদ, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মুজিবুর রহমান।
এছাড়া সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইয়েস একাডেমি দীর্ঘদিন ধরে ইংরেজি ভাষা শিক্ষার মানোন্নয়নে কাজ করে আসছে। নতুন এই উদ্যোগ সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের আইইএলটিএস পরীক্ষায় আন্তর্জাতিক মানের প্রস্তুতির সুযোগ এনে দিয়েছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302