
আগামি ১ অক্টোবর বুধবার আন্তর্জাতিক প্রবীণ দিবস। এবারে সিলেটে ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবসে নবীন প্রবীণদের আড্ডা হবে, দিনব্যাপী নানা কর্মসূচী পালন করার সিদ্ধান্ত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (১৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, সিলেটের উপপরিচালক সুবর্ণা সরকার।
এসময় বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ, জেলা সমাজসেবা উপ-পরিচালক আব্দুর রফিক, শাবিপ্রবির সাবেক রেজিষ্টার, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি জামিল আহমদ চৌধুরী, সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী, দৈনিক পূণ্যভূমির সম্পাদক আবু তালেব মুরাদ, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি, অনলাইন নিউজ পোর্টাল সিলেট ভিউ’র আলোকচিত্রী সম্পাদক ও দৈনিক সিলেটের দিনকালের নির্বাহী সম্পাদক নাজমুল কবীর পাভেল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল, উন্নয়ন সংস্থা এফআইভিডিবি-র প্রশিক্ষণ কেন্দ্রের সমন্বয়কারী মোঃ আজিম উদ্দিন, আঞ্চলিক তথ্য অফিস সিলেটের তথ্য অফিসার মো: আকিকুর রেজা, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষের প্রতিনিধি ডা: মির্জা লুৎফুল বারী, সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের পুলিশ পরিদর্শক শাহ মোহাম্মদ মুবাশি^র, সিভিল সার্জন অফিস সিলেটের সিনিয়র হেলথ এডুকেশন অফিসার সুমন বণিক, মেরিস্টোপসের মার্কেটিং অফিসার তাপস কুমার দাস সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
প্রস্তুতি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১ অক্টোবর সকাল ১১টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু হয়ে একটি বর্ণাঢ্য র্যালি নগরের বন্দর বাজার প্রদক্ষিণ করে করে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হবে। পরে সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া ওইদিন জেলা প্রশাসন প্রাঙ্গণে প্রবীণদের জন্য মেডিকেল ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য যে, প্রতিবছর ১ অক্টোবর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়। প্রবীণদের সুরক্ষা, অধিকার নিশ্চিতকরণ এবং বার্ধক্য সংক্রান্ত সমস্যা ও তার প্রতিকার নিয়ে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে দিবসটি পালন করা হয়।