
পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, গণহত্যার বিচার, জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণের দাবিতে আগামীকাল ১৯ সেপ্টেম্বর রোজ শুক্রবার বাদ জুমা নগরীর কোর্ট পয়েন্ট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হবে।
উক্ত মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের সকল সহযোগী সাংগঠনের নেতৃবৃন্দ সহ সাংবাদিক ও প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের জয়েন্ট সেক্রেটার প্রভাষক বোরহান উদ্দিন।