
রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি প্রণব জ্যোতি পাল ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন এক যুক্ত বিবৃতিতে আগামী ২২সেপ্টেম্বর থেকে সিলেট নগরীতে ব্যাটারি চালিত যানবাহন চলাচল নিষেধাজ্ঞার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অদ্য ১৯সেপ্টেম্বর শুক্রবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সারাদেশে শান্তিপূর্ণভাবে যখন ব্যাটারিচালিত যানবাহন চলছে তখন শুধু সিলেট নগরীতে ব্যাটারিচালিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা অযৌক্তিক-দুরভিসন্ধিমূলক। মহামান্য সুপ্রিম কোর্টের দুইটি নির্দেশনা রয়েছে মহাসড়কে ব্যতীত ব্যাটারি চালিত যানবাহনের চলাচলের ব্যাপারে। শ্রম সংস্কার কমিশনও ইতিমধ্যে ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স, রুট পারমিট ও নিবন্ধনের জন্য সুপারিশ করেছেন। রিকশা, ব্যাটারি রিকশা -ভ্যান ও ইজিবাইক সংগ্রাম দীর্ঘদিন থেকে বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স, রুট পারমিট ও নিবন্ধনের দাবির প্রেক্ষিতে অন্তবর্তীকালীন সরকারও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ২টি নীতিমালা প্রণয়ন করেছেন। ব্যাটারি চালিত যানবাহন সম্পর্কে সিলেটের স্থানীয় প্রশাসনের দৃষ্টিভঙ্গি সরকারের গৃহীত অবস্থানের পরিপন্থী।
নেতৃবৃন্দ বলেন, সিলেট নগরীতে যেসব পয়েন্টে যানজট সৃষ্টি হয় সেসব পয়েন্টে ব্যাটারি চালিত যানবাহনের অবস্থান নেই। তাছাড়া দুর্ঘটনার জন্য এককভাবে দায়ী নয়।
নেতৃবৃন্দ দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট, নগরীর সাধারণ মানুষের সহজলভ্য বাহন হিসেবে ব্যাটারিচালিত যানবাহন সম্পর্কে সিলেটের স্হানীয় প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবিলম্বে বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স, রুট পারমিট ও নিবন্ধন প্রদানের আহ্বান জানান।