বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা উপলক্ষে এক মতবিনিময় সভা শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ফিরোজপুরস্থ উপহার কমিউনিটি সেন্টারে দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের আমির ছাব্বির আহমদের সভাপতিত্বে ও এডভোকেট নাজমুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিেিসবে উপস্থিত ছিলেন, সিলেট-৩ দক্ষিণ সুরমা-ফেঞ্জুগঞ্জ ও বালাগঞ্জ সংসদীয় আসনের জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান জননেতা মাওলানা লোকমান আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের নায়েবে আমির খায়রুল আফিয়ান চৌধুরী, জামায়াত নেতা মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খান, সনাতন ধর্মালম্বীদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সিলেট জেলার যুগ্ম সম্পাদক বাবু শৈলেন কর, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের গবেষণা সম্পাদক নন্দন পাল, পূজা উদযাপন পরিষদ দক্ষিণ সুরমা থানা শাখার সভাপতি দীপনকর দাশ, বীর মুক্তিযোদ্ধা বাবু হলধর পাল, মোগলাবাজার থানা শাখার সভাপতি মনমোহন দেবনাথ, নিখীল মালাকার, বিশ^জিৎ দাশ, পিনাক কর, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানার সভাপতি রাজ কুমার পাল রাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দক্ষিণ সুরমা উপজেলা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রতির এক উজ্জল দৃষ্টান্ত। এখানে সবাই নির্বিঘ্নে যার যার ধর্মীয় উৎসব পালন করে সেই ধারাবাহিকতা অতীত থেকে চলে আসছে। ভবিষ্যতে আমরা সবাই ঐক্যদ্ধভাবে এই ধারাবাহিকতা রক্ষা করবো।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302