• ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট উইমেন্স নার্সিং কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৫
সিলেট উইমেন্স নার্সিং কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা

সিলেটের জাফলং-এ এক বর্ণাঢ্য আয়োজনে সিলেট উইমেন্স নার্সিং কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর উদ্বোধন ও নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যদের পাশাপাশি বিপুল সংখ্যক সাবেক শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানে কনভেনার আইনুন মুবিন (D1) অনুপস্থিত থাকায় সদস্য সচিব জাহিদুল ইসলাম (D1) প্রোগ্রাম পরিচালনার দায়িত্ব পালন করেন। এ সময় তাঁর সর্বাত্মক সহযোগিতা করেন মো. ফয়জুল হক মান্না (D2), এযহারুল হক তামিম (B1), মো. আবু সাঈদ আবদুল্লাহ (B1) ও শুভ চন্দ্র শীল (D3)।

ঘোষিত কমিটিতে সিনিয়র জয়েন্ট কনভেনার নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদৌস (D2)। এছাড়া জয়েন্ট কনভেনার পদে রয়েছেন মো. ফয়জুল হক মান্না (D2), মো. আবু সাঈদ আবদুল্লাহ (B1), খালেদ আহমেদ (D1), শুভ চন্দ্র শীল (D3), রাইহানা রোহমত আসমা (D3), এযহারুল হক তামিম (B1), মেহেদী হাসান (D4), আয়েশা সুলতানা (B1) ও সাজিয়া রহমান (D5)।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন পপি আক্তার (D2), জেবিন বেগম (D2), সাদিক ইসলাম আস্পিয়া (D3), ফাতেমা বেগম (B1), বুরহান উদ্দিন (D5), জয় সূত্রধর (D5), চৈতি সূত্রধর (B1), সুহানা আক্তার (B1), তাহের আহমেদ (D3), সদরুল আলম (D2), নাইমা আক্তার (B1) ও রেনেসা মারাক (D2)।

বক্তারা বলেন, নবগঠিত এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে। ভবিষ্যতে সেমিনার, কর্মশালা, সমাজসেবামূলক কার্যক্রম ও নেটওয়ার্কিং উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটির অ্যালামনাইদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।