
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বন্ধন সমাজ কল্যাণ যুব সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সপু। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বন্ধন সমাজ কল্যাণ যুব সংস্থার নেতৃবৃন্দরা শারীরিক অবস্থা ও চিকিৎসার সামগ্রিক খোঁজখবর নিয়েছেন এবং তার আশু রোগমুক্তি কামনা করেন।
তার সুস্থতা কামনায় করেছেন বন্ধন সমাজ কল্যান যুব সংস্থার সভাপতি সাহেদ আহমদ চমন, সিনিয়র সভাপতি মাহফুজুল করিম জেহিন, সহসভাপতি মামুন আহমদ মিন্টু, সহ সভাপতি লায়েক আহমদ, সহসভাপতি ময়নুল ইসলাম সাধারণ সম্পাদক কবির আহমদ খান, সংগঠনিক সম্পাদক শাহনুর আহমদ।
নেতৃবৃন্দ এই কঠিন সময়ে তারা তাঁর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনা করছি। আল্লাহ তাআলা তাঁর উপর রহমত বর্ষণ করুন। তিনি সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিন এই প্রার্থনা কামনা করেন।
নেতৃবৃন্দ বলেন, মেহেদী হাসান সপু শুধু একজন সংগঠকই নন। তিনি একজন নিবেদিত প্রাণ সমাজসেবক। তিনি মানুষের কল্যাণে সবর্দা উৎসর্গ করেছেন। তার অসুস্থতায় বন্ধন সমাজ কল্যাণ যুব সংস্থা পরিবার তাঁর পাশে আছে, পাশে থাকবে ইনশা আল্লাহ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302