ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মইনুল বাকর এর স্বদেশ আগমন উপলক্ষে সিলেট বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ এর বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে, যুক্তরাজ্যর হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক ওসমানী বিমানবন্দরে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মইনুল বাকর এসে পৌঁছান। এসময় ফুলেল ভালোবাসায় সিক্ত করেন এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ।
দীর্ঘদিন পর এলাকাবাসীর এমন অকৃত্রিম ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনা পেয়ে অনেকটা আবেগ আপ্লুত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মইনুল বাকর এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আমার এলাকার স্থানীয় ছাত্র ও যুব সমাজ সহ মুরুব্বিরা যে ভালোবাসা আমাকে দেখিয়েছেন তা আমি চিরকাল মনে রাখবো।
তিনি আরো বলেন, শুধু নির্বাচনে এমপি হওয়া বা রাজনৈতিক নেতা হওয়ার জন্য আমি বিদেশের ভোগ বিলাসের জীবন ছেড়ে দেশে আসিনি, আমি চাই এই দেশের মাটি ও মানুষের জন্য কিছু পজেটিভ ও জনকল্যানমূলক কাজ করে যেতে।
এসময়, তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, এবার আমরা সবাই মিলে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর উন্নয়নে কাজ করবো। মানুষের জীবন মানের উন্নয়ন সাধিত হয় এমন কাজ করাই আমার জীবনের মূল লক্ষ্য।এসময় এলাকার স্থানীয় বাসিন্দারা বলেন, সাদামাটা একজন মানুষ হয়ে ও , সিলেটের ৩ আসনের ৩ টি উপজেলার অনেক মানুষের হৃদয়ের মনিকোঠায় স্থান পেয়েছেন প্রবাসী মইনুল''
এসময় স্থানীয় মুরুব্বিরা বলেন, আগামীতে মইনুল বাকর ই পারবেন অবহেলিত দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ বাসীর জন্য উন্নয়ন মূলক কাজ করতে ।
এদিকে, মইনুল বাকরের পাশে থেকে প্রতিটি ভালো কাজে সহযোগিতা করার ও প্রতিশ্রুতি দেন স্থানীয় যুব সমাজ ও মুরুব্বিরা। এসময় উপস্থিত ছিলেন লেখক নেছার আহমদ, বালাগঞ্জের প্রবীন সমাজসেবী কুটু মিয়া, শিক্ষক আব্দুস শহীদ, সমাজসেবী রাধিকা রঞ্জন পাল, সমাজসেবী আমিনুল ইসলাম ডিনেস, আব্দুল লতিফ, যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ ইসলামুল হক, কাওসার আহমদ, বাবুল মিয়া, মিজান মিয়া, সাইদ আহমদ, মারজান আহমদ, রিয়াদ আহমদ, মুরাদ আহমদ এবং আজিজুল বারী রিপন প্রমুখ ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302