সিলেট প্রতিনিধি : আসছে আগামী ১ লা নভেম্বর দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর নির্বাচনে পরিবর্তন ও উন্নয়ন এর শ্লোগান নিয়ে বৃহস্পতিবার সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত প্যানেলের এসোসিয়েট শ্রেনীর পরিচালক পদে মনোনয়ন পত্র সংগ্রহ করছেন নগরীর বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক, মোহাম্মদ রেহান উদ্দিন রায়হান, মুক্তাদির হোসেন তাপাদার, বেনজির আহমদ সুমন, রাসেল মাহবুব, ইব্রাহিম খলিল, মামুনুর রশিদ ও ঝন্টু দাশ।
এসময় ব্যবসায়ী নেতৃবৃন্দ সাংবাদিকদের সাথে কথা বলেন। তারা বলেন সিলেট চেম্বার দীর্ঘদিন একটি সিন্ডিকেট এর নিকট আবদ্ধ ছিল। এখানে ব্যবসায়ীদের কল্যানে কোন কাজ হয়নি। নানাভাবে ব্যবসায়ী ভাইয়েরা হয়রানি হলেও চেম্বার থেকে কোন সুরক্ষামুলক সহযোগিতা পাননি। সরাসরি ভোটারদের মাধ্যমে চেম্বারের নেতৃত্ব নির্ধারনে সিলেট ব্যবসায়ী ফোরামের নেতৃত্বে অনেক আন্দোলন সংগ্রাম মামলা ইত্যাদির পর এই দাবি বাস্তব বাস্তবায়ন হয়েছে। যারা এই দাবির বিরুদ্ধে ছিলেন উনারা ও আজ নির্বাচনে আসছেন।
সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দকে আগামীতে পর্যটন নগরী সিলেটকে ব্যবসাবান্ধব পরিবেশে শিল্প কলকারখানায় সমৃদ্ধ করার লক্ষ্যে সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত প্যানেলকে বিজয়ী করার জন্য আহবান জানান।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302