
চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা কর্তৃক আয়োজিত প্রথম আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর আজ ২৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সিলেটের দি এইডেড হাই স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ফাইনালে সিলেটের দুই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় ও এম সি কলেজ অংশ নেয়। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেব, মঈনুদ্দিন আদর্শ মহিলা কলেজের প্রভাষক সায়মা শ্রাবণী ও বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গণেন্দ্র দাস এবং মডারেটর ছিলেন চারণ সংগঠক মাসুদ রানা।
“ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রধান লড়াই রাজনৈতিক নয়, সাংস্কৃতিক ” বিষয়ের উপর আজকের জমজমাট ও প্রাণবন্ত বিতর্কে বিজয়ী হয় পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয় এমসি কলেজ সিলেট। শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয় এমসি কলেজের দলনেতা জান্নাতুল নাঈম অর্পা।
উল্লেখ্য মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলার আহ্বায়ক নাজিকুল ইসলাম রানার সভাপতিত্বে পুরস্কার বিতরণ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর, বিজ্ঞান আন্দোলন মঞ্চ সিলেটের উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, চারণ সংগঠক জহরলাল সিংহ।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন সাংস্কৃতিক চরম অবক্ষয়ের সময়ে এধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে যুক্তিবাদী মনন গঠনে এধরণের বিতর্ক আয়োজন আরও বেশি হওয়া উচিত। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের অগ্রণী ভূমিকা অনস্বীকার্য।
চারণ সাংস্কৃতিক কেন্দ্র এমন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখবে বলে বক্তাগণ আশাবাদ ব্যক্ত করেন।
এসময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন মলয় চক্রবর্তী, লিমা তালুকদার, সৈয়দা নাহিয়া, সুইটি রাণী চন্দ, রিদি সিনহা, তৃণা তালুকদার, অনিক আচার্য, অর্চিতা শান্তা, এন এইচ নাঈম প্রমুখ।=