নিউইয়র্কে বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করার প্রতিবাদ করায় এবার যুক্তরাষ্ট্র প্রবাসী জাহিদ খাঁনকে হুমকি দিচ্ছে দুর্বৃত্তরা। তারা জাহিদ খাঁনের সিলেটের বাড়িঘর এবং মার্কেট আগুন দিয়ে পুড়িয়ে দিবে এমন হুমকি দিচ্ছে বলে জানান যুক্তরাষ্ট্র প্রবাসী জাহিদ খাঁন।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে লাঞ্চিত করার সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ডিম নিক্ষেপ করা ব্যক্তি সিলেটের জকিগঞ্জের বাসিন্দা এবং যুক্তরাষ্ট্র প্রবাসী যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরী। দেশে থাকাকালিন সময়ে তিনি সিলেট জেলা যুবলীগের সদস্য ছিলেন।
গত মঙ্গলবার প্রবাসী যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরীর পরিচয় তুলে ধরে বিচার চেয়ে নিজের ফেসবুক আইডি থেকে প্রতিবাদ করেন যুক্তরাষ্ট্র প্রবাসী জাহিদ খাঁন। জাহিদ খাঁন সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারের শাহিন খাঁনের ছেলে। তার এই পোস্ট দেখে সিলেটের জকিগঞ্জের বাসিন্দা বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরী নিউইয়র্ক সময় রাত ৯টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে জাহিদ খাঁনকে একা পেয়ে প্রতিবাদি পোস্ট করায় তার উপর হামলা ও তাকে চাকু দিয়ে হত্যার হুমকি দেন। জাহিদ খাঁন বিষয়টি তাৎক্ষনিক নিউইয়র্ক পুলিশকে অবগত করেন। পুলিশ ঘটনাস্থলে এসে এর সত্যতা পেয়ে নিউইয়র্ক সময় রাত সাড়ে ৯ টায় যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরীকে গ্রেফতার করে নিয়ে যায়।
এরপর থেকেই প্রবাসী যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরীর অনুসারিরা দেশ এবং বিদেশের আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রবাসী জাহিদ খানের ক্ষতি করার হুমকি এবং তার সিলেটের পৈত্রিক সম্পত্তি বাড়িঘর এবং মার্কেট আগুন দিয়ে পুড়িয়ে দিবে বলে হুমকি দিচ্ছে।
ক্তরাষ্ট্র প্রবাসী জাহিদ খাঁন জানান, গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র প্রবাসী যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরী নিউইয়র্ক সময় রাত ৯ টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আমাকে একা পেয়ে হামলা ও তাকে চাকু দিয়ে হত্যার হুমকি দেয়। বিষয়টি আমি তাৎক্ষনিক নিউইয়র্ক পুলিশকে অবগত করি। পুলিশ ঘটনাস্থলে এসে এর সত্যতা পেয়ে যুবলীগ নেতা মিজানকে গ্রেফতার করে নিয়ে যায়। এরপর মধ্যরাত থেকেই দেশী-বিদেশী নাম্বার দিয়ে আমার ক্ষতি করার হুমকি দিচ্ছে যুবলীগ নেতা মিজানের অনুসারি দেশ এবং বিদেশের আওয়ামী লীগের নেতা কর্মীরা।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302