সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এমদাদ বক্সের মাতা জাহানারা বেগম ( ৭০) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ মরহুমা জাহানারা বেগম এর আত্বার মাগফেরাত কামনা করেন ও শোকাহত এমদাদ বক্স এর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302