জাতীয় পার্টির মহাসচিব জননেতা কাজী মামুনুর রশীদের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট এম এ সালেহ চৌধুরী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট কবির আহমদ।
সোমবার সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, মিথ্যা মামলায় গ্রেফতারের মাধ্যমে সরকার তাদের প্রকৃত রূপের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। তারা অভিযোগ করেন, সরকারের সমালোচনা করে একে ‘আইসিইউতে থাকা সরকার’ বলায় পরিকল্পিতভাবে জাতীয় পার্টির মহাসচিবকে হয়রানিমূলক মামলায় গ্রেফতার করা হয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন, দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত জাতীয় পার্টির নেতাকর্মীরা রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে। তারা অবিলম্বে গ্রেফতারকৃত মহাসচিব কাজী মামুনুর রশীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302