বাসদ নেতা আবু জাফর, প্রণব জ্যোতি পালকে হয়রানিমূলক মামলায় গ্রেফতার ইস্যুতে সিলেটের বিভিন্ন শ্রেণি পেশার উদ্বিগ্ন নাগরিকগন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) একটি বিবৃতি প্রদান করেছেন। সংবাদ মাধ্যমে দেয়া এ বিবৃতিতে তারা বিষয়টির সুষ্ঠু সমাধানে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। বিবৃতিতে তারা বলেন, গত ২৭ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ২:৩০টার দিকে কোন ধরণের গ্রেফতারি পরোয়ানা ছাড়াই সম্পূর্ণ অগণতান্ত্রিক পন্থায় গ্রেফতার করা হয় বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পালকে। দুপুর বেলা হঠাৎই একদল পুলিশ সদস্য বাসদের কার্যালয়ে এসে নেতৃবৃন্দকে আলোচনা কথা বলে নিয়ে যান। শেষে তাদের গ্রেফতার দেখানো হয়। তাদের দুটি পৃথক মাললায় গ্রেফতার দেখানো হয়। মামলার এজাহারে যে তারিখ, স্থান, কর্মসূচি এবং কর্মকান্ডের বিবরণ বিবৃত আছে, সে তারিখে এবং স্থানে অন্য একটি সংগঠন কর্মসূচি পালন করেছে। এর সাথে উক্ত নেতৃবৃন্দ এবং তাদের পরিচালিত সংগঠনের কোন সংযোগ নেই। উক্ত তারিখে আবু জাফর ঢাকায় 'বিলস'-এর বৈঠকে উপস্থিত ছিলেন। এমনকি বাদী পক্ষের দায়ের করা মামলায় আসামির তালিকায়ও তাদের নাম উল্লেখ ছিল না। এই বিষয়গুলো আমলে নিয়ে ২৯ সেপ্টেম্বর'২৫ আদালত থেকে তারা জামিন পান। এ সময় পর্যন্ত তাদের নামে আর কোন অভিযোগ বা মামলা ছিল না। নির্ধারিত সময়ে কারা ফটকে গেলে কর্তৃপক্ষ জানান নেতৃবৃন্দকে ছাড়া হবে না। অনুসন্ধান করে জানা যায়, তাদের নামে আরো কিছু মামলা দায়ের করার প্রস্তুতি চলছে । নির্ধারিত সময়ে আদালতের নির্দেশ অমান্য করে কারা কর্তৃপক্ষ তাদের মুক্তি না দেয়া এবং পরবর্তীতে আরো মামলা দায়ের ঘটনায় স্পষ্ট হয়ে যায় যে, উক্ত মামলা এবং গ্রেফতার সম্পূর্ণ হয়রানিমূলক। আমরা এই ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন। পুলিশ প্রশাসন এবং কারা কর্তৃপক্ষের আচরণ আমাদের স্মরণ করিয়ে দেয় গত শাসনামলের বিরোধী রাজনৈতিক দলকে দমনের স্বৈরাচারী প্রক্রিয়ার কথা। আমরা অবিলম্বে নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করছি।'
'আমরা একই সাথে বলতে চাই, বিভিন্ন ইস্যুতে সমাজে মত ভিন্নতা থাকবে। ব্যাটারি চালিত রিকশা কিভাবে চলবে,কোথায় চলবে সে বিষয়েও ভিন্নমত আছে। পক্ষে-বিপক্ষের মতামত নিয়ে আলাপ-আলোচনা হবে। প্রত্যেকেই তার মত সরকার এবং জনগনের সামনে তুলে ধরবেন। কিন্তু গ্রেফতার এবং মামলা করে এ প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করা এবং ভিন্ন মতকে দমনের প্রেচাষ্টা আমরা লক্ষ্য করছি।'
বিবৃতিতে স্বাক্ষরকারীদের নাম
রাজনীতিবিদ
১) এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য (সাবেক সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জলা)
২) এডভোকেট জাকির আহমেদ (সভাপতি, সিলেট মহানগর এবং কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, বাংলাদেশ জাসদ)
৩) সৈয়দ ফরহাদ হোসেন (সভাপতি, সিপিবি সিলেট জেলা)
৪) খায়রুল হাসান (সাধারণ সম্পাদক, সিপিবি সিলেট জেলা)
৫) এডভোকেট আনোয়ার হোসেন সুমন (সাবেক সাধারণ সম্পাদক, সিপিবি সিলেট জেলা)
৬) সুশান্ত সিনহা সুমন (সদস্য, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, কেন্দ্রীয় পাঠচক্র ফোরাম)
৭) এডভোকেট মহিতোষ দেব মলয় ( সমন্বয়ক, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলা)
৮) সঞ্জয় কান্ত দাস (সমন্বয়ক, বাম গণতান্ত্রিক জোট ও বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা)
৯) সিরাজ আহমেদ (সম্পাদক, বিপ্লবী কমিউনিস্ট লীগ,সিলেট জেলা)
১০) এডভোকেট রনেন সরকার রনি (সদস্য,বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলা)
১১) উজ্জ্বল রায় (সাবেক আহ্বায়ক, বাসদ সিলেট জেলা)
১২) নাজাত কবির ( সাধারণ সম্পাদক, সিলেট মহানগর, বাংলাদেশ জাসদ)
১৩) ডাঃ হরিধন দাস(সদস্য, বিপ্লবী কমিউনিস্ট লীগ)
আইনজীবী
১) এডভোকেট তাপস ভট্টাচার্য
২) এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব
৩) এডভোকেট মনির আহমেদ
৪) এডভোকেট মনির হেলাল
৫) এডভোকেট উজ্জ্বল রায়
৬) এডভোকেট নিরঞ্জন দাস খোকন
৭) এডভোকেট বিদ্যুৎ দাস বাপন
৮) এডভোকেট সমর বিজয় সী শেখর
৯) এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন
১০) এডভোকেট নিতু কান্ত দাস
১১)এডভোকেট ইদি আমিন লিওন
আয়কর আইনজীবীঃ
১) মুখলেছুর রহমান
বিশ্ববিদ্যালয় শিক্ষকঃ
১) অধ্যাপক আবুল কাশেম, শিক্ষক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
১.স্থপতি রাজন দাস,
২.স্থপতি প্রসেনজিৎ রুদ্র
সাংস্কৃতিক নেতৃবৃন্দ
১) প্রদীপ দেব রায় সভাপতি উদীচী সিলেট জেলা
২.নাজিকুল ইসলাম রানা (আহবায়ক, চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা)
৩.দ্রেবব্রত পাল মিন্টু, সাধারণ সম্পাদক উদীচী সিলেট জেলা।
৪.অরুপ বাউল, (নগরনাট,সিলেট)
৫.বিমান তালুকদার, (সম্পাদক, মেঠোসুর)
সাংবাদিক
১) উজ্জ্বল মেহেদী
২) আশরাফুল কবীর
৩) চয়ন চৌধুরী
৪) দেবাশীষ দেবু
৫) সজল ছত্রী
চিকিৎসক
১) ডাঃ বিদিতা মন্ডল
নারী নেত্রী
১) মাছুমা খানম, সভাপতি, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, সিলেট জেলা
ব্যাবসায়ী নেতা
১) জুবায়ের চৌধুরী সুমন
নাগরিক সমাজের প্রতিনিধি
আব্দুল করিম কিম (সমন্বয়ক) সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন, সিলেট, রেজাউল কিবরিয়া
পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাষ্ট, সিলেট, আলমগীর আলম সাহান, রাজিব চৌধুরী (প্রকাশক, চৈতন্য)
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302