বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে সিলেট ও বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) এর আয়োজনে রোববার (৫ অক্টোবর) সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়ন বিষয়ে অংশীজনের সাথে সরকারি মাধ্যমিক শিক্ষকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রি পদ ৯ম গ্রেড বাস্তবায়ন পরিষদের আহবায়ক ও সিলেটের জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন, শহীদুল আলমের যৌথ পরিচালনায় সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন সিনিয়র শিক্ষক মোঃ আবুল খায়ের। লিখিত বক্তব্যের উপর আলোচনায় অংশগ্রহণ করেন আবু নছর মোহাম্মদ সুফিয়ান, শওকত হোসেন ও মোহাম্মদ আলী মর্তুজা, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম রব্বানী, কাশেম আলী সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আহাদুজ্জামান।
সভাপতির বক্তব্য প্রদান করেন সিলেটের জেলা শিক্ষা অফিসার ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়ন পরিষদের সিলেট জেলা কমিটির আহবায়ক এ এস এম আব্দুল ওয়াদুদ, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর প্রধান শিক্ষক হেপী বেগম। সভাপতির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল ওয়াদুদ ৫ দফা দাবী বাস্তবায়নে মাননীয় শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।
সভায় পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন সহকারী শিক্ষক আব্দুল জব্বার ও গীতা পাঠ করেন বিভাস রঞ্জন দাস।
সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৫ দফা দাবী:
(১) স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা।
(২) সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকের এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীতকরণ।
(৩) অনতিবিলম্বে আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র্য ও মর্যাদা রক্ষা করা।
(৪) বিদ্যালয় ও পরিদর্শন শাখার শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন।
(৫) বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেলের মঞ্জুরী আদেশ প্রদান।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302