
শ্রীধরপুর গ্রামের আজাদ মিয়ার বাড়িতে বিএনপির নেতা ভিপি মিজানের দল, ছাত্রদল, ও যুবদল বাহিনী নিয়ে তার বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত ০৪-১০-২০২৫ইং সময় অনুমান রাত ১২:৩০ মিনিটে মনুমুখ ইউনিয়ন শাখায় সহ-প্রচার সম্পাদক আজাদ মিয়ার বাড়িতে বিএপির সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র ধারা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে আমাদের প্রতিনিধি আরো জানায় যে, ১০/১৫ জন সন্ত্রাসী মুখে মুখোশ বেদে রামদা, কিরিচ, কাতন সাবল, লোহার রড, লাঠি-সোঠা, হাতে নিয়ে ককটেল বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে বাড়িতে প্রবেশ করে । সন্ত্রাসীরা বাড়িতে গিয়ে আজাদ মিয়াকে খুঁজে থাকে না পেয়ে তার বাড়ির টিনের চাল, ঘরের দরজা কুপিয়ে ভেঙে বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। যাওয়ার সময় তারা বলে যে, এই বিষয়ে কেউ মুখ খুল্লে বা মামলা মোকদ্দমা করার চেষ্টা করলে পরবর্তীতে খুন জখম করে ফেলবে বলে হুমকি দিয়ে যায় সন্ত্রাসীরা।
উল্লেখ যে, গত ১৭/০৩/২০২৫ইং মামলা নং-১৯৬ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমল আদালত, মৌলভীবাজার সদর, সন্ত্রাসীরা মোছাঃ ফাতেমা বেগমকে বাদী করে আজাদ মিয়ার স্ত্রী সুমি বেগমকে আসামী করে একটি প্রতারনা মামলা করে। বর্তমানে আজাদ মিয়ার পরিবার তাদের বসত বাড়ি ছাড়া অন্যতায় পালিয়ে জীবনযাপন করছে। আজাদ মিয়া ও তার স্ত্রী সন্তান জীবন নিয়ে হুমকির মুখে আছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302