সিলেটের দক্ষিণ সুরমার কয়েকটি স্থানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র ফেষ্টুন ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার এমন অভিযোগ জানিয়ে ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র ভাই মো. নিজাম উদ্দিন এসএমপির দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানায় পৃথক দু’টি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। দক্ষিণ সুরমা থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরী নম্বর ৩৭৬ ও মোগলাবাজার থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরী নম্বর ৩৭৪।
সাধারণ ডায়েরীর বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ও মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ শামসুল হাবিব।
দুটি সাধারণ ডায়েরী সুত্রে জানা যায়, সিলেট ৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র পক্ষে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে পোস্টার, লিফলেট ও ফেষ্টুন লাগিয়ে প্রচারণা চালানো হচ্ছে। গত ৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তারা দেখতে পান দক্ষিণ সুরমা থানাধীন তেতলী ইউনিয়নের বলদী রাস্তার মুখে কারা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র একটি ফেষ্টুন ছিঁড়ে ফেলেছে। একই দিন রাত আটটার দিকে তারা দেখতে পান মোগলাবাজার থানাধীন কলাবাগান বাজারে গাছে লাগানো ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র একটি ফেষ্টুন কে বা কারা ছিঁড়ে ফেলেছে। একই ভাবে দুই থানার বিভিন্ন স্থানে কে বা কারা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র ফেষ্টুন ছিঁড়ে ফেলছে। এসব ঘটনায় হতাশা প্রকাশ করেছেন ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র ভাই মো. নিজাম উদ্দিন। তিনি এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, এখনো দল থেকে কাউকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়নি। এই মুহুর্তে আমার ভাইয়ের ফেষ্টুন যারা ছিড়ে ফেলতেছে তারা নিচু মন মানষিকতার পরিচয় দিচ্ছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302