
বিয়ানীবাজার প্রতিনিধি: ফেসবুকে বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে সমালোচনামূলক পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতা রেজওয়ান হোসেন রনি (২৩)-এর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বাগবাড়ি গ্রামে সোমবার (১৩ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত কয়েকদিন ধরে রনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অপকর্মের সমালোচনা করে পোস্ট দিচ্ছিলেন। এসব পোস্টে ক্ষুব্ধ হয়ে চারখাই ইউনিয়নের কয়েকজন বিএনপি ও ছাত্রদল নেতাকর্মী তার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
রনির পরিবার জানায়, হামলাকারীরা বাড়িতে ঢুকে তার বৃদ্ধ বাবা-মাকে ভয়ভীতি দেখায় এবং রনিকে দেশে ফিরে এলে ‘গুম বা ক্রসফায়ারে হত্যা’ করার হুমকি দেয়। তারা আরও হুমকি দেয় যে, বিষয়টি পুলিশকে জানালে পরিণতি আরও ভয়াবহ হবে।
রনির বাবা মো. দিলাল সাংবাদিকদের বলেন, “ওরা এসে বলেছে, রনি দেশে আসলে ওকে ধরে নিয়ে যাবে, পুলিশ দিয়ে ক্রসফায়ারে মারবে। আমরা ভয়ে কিছু বলিনি, পুলিশের কাছেও যাইনি। আমরা বৃদ্ধ মানুষ, আর কোনো বিপদ চাই না।” তিনি জানান, হামলাকারীদের মধ্যে একজন স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা ছিলেন, যিনি পূর্বে রনিকে ফেসবুক মেসেজে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত নই। তবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর থেকে স্থানীয়ভাবে আতঙ্ক বিরাজ করছে। প্রবাসী রনি ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302