
মানবাধিকার সংগঠন ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশের উদ্যোগে ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে লন্ডনে এক বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়েছে। গত বুধবার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সংগঠনের সেক্রেটারি আল জাবের আহমেদ রুম্মানের পরিচালনায় মানববন্ধন অনুষ্টিত হয়।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মানবাধিকার কর্মী বদরুদ্দোজা আকাশ, হুসাইন আহমেদ, মোহাম্মদ আরিফুল ইসলাম, আক্তার হোসেন, হোসেন মুন্না, আবুল মনজুর মিজান, মো কবির হোসেন, এমরান উদ্দিন, সৈয়দ কারিম রায়হান, জুবায়ের আহমদ সানি, মোহাম্মদ নাজিম, শরীফ আলম, কাওছার আহমেদ, হাসান আহমদ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে চলমান গুম, খুন, ধর্ষণ দিনের পর দিন বেড়েই চলেছে। বর্তমান ইন্টেরিম সরকার ও তার প্রশাসন শুধু মাত্র বিরোধী দল দমনে ব্যস্ত সময় পার করছে। প্রতিদিন পত্র পত্রিকায় অসংখ্য রাহাজানির খবর আসতেছে। প্রায় দুইশ’র অধিক আওয়ামীলীগ নেতাকর্মী জেল হেফাজতে মৃত্যুবরন করেছেন। যা মানবাধিকারের চরম লংঘন হয়েছে। এসময় বক্তারা আরো বলেন, রাজনৈতিক দলগুলো এখন শুধুমাত্র চাঁদাবাজি আর খুনের রাজনীতি করে যাচ্ছে। প্রসাশনের সহায়তায় বিরোধী মতাদর্শের লোকজনকে নানাভাবে অপদস্থ করাই তাদের মূল এজেন্ডা। বাংলাদেশকে একটি আরাজকতার কারখানায় রুপান্তর করেছে বর্তমান সরকার। অনতিবিলম্বে এই সরকার পদত্যাগ করে একটি সুষ্ট সুন্দর সকল দলের অংশগ্রহনমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসার দাবি জানান।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302